ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মেডিক্যালে ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার অংশ নেয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে রিট

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ আগস্ট ২০১৭

মেডিক্যালে ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার অংশ নেয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে রিট

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যালে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। একই সঙ্গে ৫ নম্বর কেটে নেয়া কেন অবৈধ নয়, সেই বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রবিবার সুপ্রীমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন । তিনি সাংবাদিকদের বলেন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। তিনি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ৬ নম্বর অনুচ্ছেদে দ্বিতীয়বার পরীক্ষার্থীদের থেকে পাঁচ নম্বর কাটা হবে, অন্যদের কাটা হবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এটা সমতার লঙ্ঘন। এই সিদ্ধান্ত বৈষম্যমূলক বলে তিনি দাবি করেন। তিনি বলেন, গত ২১ আগস্টের স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তির ৬ নম্বর কলামে বলা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস/ বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে পাঁচ নম্বর কর্তন করে মেধাতালিকা তৈরি করা হবে। এ বিজ্ঞপ্তি গণমাধ্যমেও প্রকাশিত হয়। রিটকারী আইনজীবী আরও বলেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর চিকিৎসাসেবা ও স্বাস্থ্য কৌশল চ্যাপ্টারের এক নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, মেডিক্যাল কলেজে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষা নেয়া অব্যাহত থাকবে।
×