ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বনানী কবরস্থানে শায়িত হলেন নায়করাজ, কাল কুলখানি

প্রকাশিত: ০৫:৪৮, ২৪ আগস্ট ২০১৭

বনানী কবরস্থানে শায়িত হলেন নায়করাজ, কাল কুলখানি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানী গোরস্তানে আগে থেকেই প্রস্তুত ছিল নায়করাজ রাজ্জাকের শেষ ঠিকানা। বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে বুধবার সকালে সেখানে হাজির হয়েছিলেন প্রিয় অভিনেতাকে শেষবিদায় জানাতে। ছেলে বাপ্পারাজ, বাপ্পী, সম্রাট এবং অভিনেতা শাকিব খান ও জায়েদ খান কাঁধে করে নায়করাজের মরদেহ নিয়ে যান কবরের দিকে। এ সময় পরিবারের লোকজন ছাড়াও ছিলেন প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির বেশ কয়েকজন সদস্য ও অসংখ্য ভক্ত। নায়করাজকে কবরে নামান তার তিন ছেলে ও শাকিব খান। কবরে মাটি দিয়ে অনুষ্ঠিত হয় দোয়া। সেখানে রাজ্জাকের আত্মার শান্তি কামনা করা হয়। গত মঙ্গলবার নায়করাজকে দাফন করার কথা থাকলেও মেজো ছেলে বাপ্পীর জন্য একদিন অপেক্ষা করা হয়। বুধবার ভোরে কানাডার টরন্টো থেকে ঢাকা পৌঁছান রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পী। বাবাকে দাফনের পর বাপ্পী বলেন, আমি আড়াই বছর দেশে ছিলাম না। এত মানুষের দোয়া ও ভালবাসা যে আমার আব্বা পেল, তা দেখে সন্তান হিসেবে আমি গর্ববোধ করছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ছোট ছেলে খালিদ হোসাইন সম্রাট বলেন, আপনারা আমাদের পাশে সব সময় ছিলেন, সে জন্য ধন্যবাদ। আমরা মেজো ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম। তিনি এসেছেন। আমরা তিন ভাই মিলে দাফন করেছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। সেখান থেকে মঙ্গলবার সকালে তার মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় গুলশানের বাসভবন লক্ষ্মীকুঞ্জে। পরে বেলা ১১টায় মরদেহ নিয়ে আসা হয় তার প্রিয় কর্মস্থল বিএফডিসিতে। শেষবারের মতো নায়করাজের এফডিসিতে আগমনে শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়। এফডিসিতে লাশবাহী গাড়ি খোলা রেখেই শেষবারের মতো সবাই দেখেন নায়করাজকে। এরপর একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনে শিল্পীর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বল্প সময়ের এই নাগরিক শ্রদ্ধানুষ্ঠানেই হাজার হাজার মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন নায়করাজ। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। এখানে বাদ আছর অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানাজা। মেজো ছেলে বাপ্পীর জন্য সেখান থেকে আবারও তার লাশ রাখা হয় হাসপাতালের হিমঘরে। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওইদিন গুলশানের আজাদ মসজিদে বাদ আছর এই দোয়া মাহফিল হবে বলে জানিয়েছেন নায়করাজের ছোট ছেলে সম্রাট। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বনানী কবরস্থানে রাজ্জাককে সমাহিত করার পর তিনি এ কথা জানান। এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, শনিবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সকাল সাড়ে ১০টায় রাজ্জাকের স্মরণসভার আয়োজন করা হয়েছে। এরপর মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে।
×