ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারীদের বিচার চান শেকৃবি ভিসি

প্রকাশিত: ০৫:৫০, ২৩ আগস্ট ২০১৭

গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারীদের বিচার চান শেকৃবি ভিসি

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রকৃত অপরাধী এবং হুকুমের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের এ গ্রেনেড হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা ছিল ’৭৫-এর ১৫ আগস্টেরই পরবর্তী রূপ। আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চিরতরে নেতৃত্বশূন্য করে দেয়াই ছিল এর লক্ষ্য। অবিলম্বে এ গ্রেনেড হামলার পেছনে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত। তা না হলে স্বাধীনতাবিরোধী জঙ্গী শকুনেরা আবারও হামলা চালাবে। ক্ষতবিক্ষত করবে এ দেশের মানচিত্রকে, রক্তরঞ্জিত হবে লাখ শহীদের রক্তে অর্জিত লাল-সবুজের পতাকা।-বিজ্ঞপ্তি। স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচী স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত মেজবানস্থলে নির্মিত প্রতীকী কারাগারে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার দাবিতে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচী পালন করা হয়েছে। এজন্য নির্মিত কারাগারে প্রবেশ করে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচীতে অংশ নেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা প্রমুখ।
×