ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এবার অব্যাহতি চাইলেন রাবি ছাত্র উপদেষ্টা

প্রকাশিত: ০৫:১৮, ১৭ আগস্ট ২০১৭

এবার অব্যাহতি চাইলেন রাবি  ছাত্র উপদেষ্টা

রাবি সংবাদদাতা ॥ স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান। বুধবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এমএ বারীর কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের ২৩তম উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যে পদত্যাগ করলেন প্রশাসনের সাত কর্তাব্যক্তি। অধ্যাপক মিজানুর রহমান জানান, দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে সকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমাকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যেই একে একে পদত্যাগ করলেন রাবি রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী, কলেজ পরিদর্শক অধ্যাপক বিধান চন্দ্র দাস, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।
×