ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাউফলে শিবির কর্মীকে ছাত্রলীগের প্রত্যয়নপত্র দেয়ায় তোলপাড়

প্রকাশিত: ০৫:১৭, ১৭ আগস্ট ২০১৭

বাউফলে শিবির কর্মীকে ছাত্রলীগের প্রত্যয়নপত্র দেয়ায় তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ আগস্ট ॥ বাউফলে এক শিবির কর্মীকে ছাত্রলীগ সদস্য দাবি করে প্রত্যয়নপত্র দেয়ার ঘটনায় তোলপাড় চলছে। বুধবার দৈনিক জনকণ্ঠের শেষ পাতায় “বাউফলে সেই শিবির কর্মীকে রক্ষা করতে ছাত্রলীগের প্রত্যয়নপত্র” শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা কমেন্টস করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা অভিযোগ করেন। দলের মধ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে গেছে। আর এ কারণে বেড়েছে বিশৃঙ্খলা। ইয়াবাসহ কথিত তিন সাংবাদিক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কথিত ‘আলোকিত সকাল’ নামের এক পত্রিকার তিন সাংবাদিকসহ চারজনকে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বুধবার বিকেলে মেরিনড্র্রাইভ সড়কের ইনানী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, কথিত সাংবাদিক মুখলেছুর রহমান মাসুম, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম ও ড্রাইভার মোঃ মানিক।
×