ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উদ্ভিদ থেকে পোলিও টিকা

প্রকাশিত: ০৩:৪৩, ১৭ আগস্ট ২০১৭

উদ্ভিদ থেকে পোলিও টিকা

তামাক পাতার মতো দেখতে এক ধরনের উদ্ভিদে রাসায়নিক রূপান্তর ঘটিয়ে পোলিও টিকা উৎপাদনের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক শহরে জন ইনস সেন্টারের এক দল গবেষক বলেন, টিকা উৎপাদনের এই প্রক্রিয়া খুবই সস্তা ও দ্রুত গতির। এতে পোলিওকে গোড়া থেকে শেষ করে দেয়া যাবে। অধ্যাপক লমোনোসফ বলেন, এটা সত্যিই সম্ভাবনাময় প্রযুক্তি। কাজেই এটা বেশি দূরের নয় যে আমরা উদ্ভিদ থেকে টিকা উৎপাদন করতে যাচ্ছি। বিবিসি অনলাইন। টুইটারে শাড়ি বাছাই রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে যাবেন ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্স ম্যারি কে কার্লসন। কিন্তু কোন্্ শাড়ি পরবেন সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না। দুশ্চিন্তাই বটে। শেষ পর্যন্ত তিনি দারস্থ হলেন টুইটারের। সমাধানও মিলে গেল। চারটি শাড়ির ছবি টুইটারে পোস্ট করে মতামত চাইলেন। যেটির পক্ষে বেশি ভোট পড়েছে সেটি পরেই ভারতের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে গেলেন মার্কিন রাষ্ট্রদূত। এনডিটিভি
×