ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিডরম্যানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ আগস্ট ২০১৭

সিডরম্যানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ আগস্ট ॥ তালতলীর সিডরম্যান’ খ্যাত বড় বগী ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) ইউনিট প্রধান ও ওয়্যারলেস অপারেটর জয়দেব কুমার দত্তের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবিতে সোমবার বেলা ১১টায় তালতলী বন্দর ওয়াপদা সড়কে হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে। জানা গেছে, গত ৩ আগস্ট সকালে জয়দেব কুমার দত্ত উপজেলার স্কুল সড়কের বাসা থেকে তালতলী ওয়্যারলেস অপারেটর অফিসে আসে। ওইদিন আর বাসায় ফিরে যায়নি। ৫ আগস্ট পুলিশ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) বন্ধ অফিস থেকে জয়দেব কুমার দত্তের মরদেহ উদ্ধার করে। এ সময় ওই অফিসের টেবিলের উপরে তার ব্যবহৃত মোবাইল ফোন, নিজ হাতের লেখা একখানা চিরকুট ও টেবিলের নিচ থেকে দুটি কীটনাশকের বোতল উদ্ধার করে। ২০০৭ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে জয়দেব কুমার দত্ত তালতলীর সমুদ্র উপকূলীয় তীরবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে আগাম সতর্কতা সংকেত প্রচার করে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছিলেন। এ খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিশ্বজুড়ে তিনি প্রশংসিত হন। পরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পক্ষ থেকে তাকে পুরস্কৃত করে তাকে ‘সিডরম্যান’ উপাধি দেয়া হয়।
×