ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেতনার শেকড় থেকে আমরা একচুলও সরে দাঁড়াইনি ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৮:২০, ৮ আগস্ট ২০১৭

চেতনার শেকড় থেকে আমরা একচুলও সরে দাঁড়াইনি ॥ ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়ের পরিবর্তনে বাস্তবতার প্রয়োজনে আওয়ামী লীগের কৌশল পরিবর্তন হতে পারে কিন্তু চেতনার শেকড় থেকে আমরা একচুলও সরে দাঁড়াইনি। আওয়ামী লীগ ভয়ঙ্কর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রায়াল করেছে এবং তাদের মৃত্যুদ- কার্যকর করেছে। শেখ হাসিনা জনগণ, স্বাধীনতা ও আদর্শের প্রতি দায়িত্ববোধ থেকে এটা করতে পেরেছেন। সোমবার বিকেলে ঢাবির টিএসসিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৮৮তম জন্মদিন উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাবি ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন টেমস নদীর তীরে খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে। তারা আন্দোলন কিভাবে করবে? জনগণ তো শেখ হাসিনার সঙ্গে রয়েছে। তিন বলেন, বঙ্গমাতা ব্যক্তিগত জীবনে যেমন বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন তেমনি সহকর্মীও ছিলেন। বঙ্গবন্ধুকে তিনি একটি মুহূর্তের জন্যও ছেড়ে যাননি। তিনি বিজয়লক্ষ্মী নারীর প্রতীক। মুজিব পরিবার এদেশে সৎ রাজনীতির প্রতীক। অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন শহীদ কন্যা ডাঃ নুজহাত চৌধুরী, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
×