ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় জজের বাড়িতে আগুন

প্রকাশিত: ০৪:১০, ৬ আগস্ট ২০১৭

কাপাসিয়ায় জজের  বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সিনিয়র সহকারী জজের গাজীপুরের গ্রামের বাড়িতে আগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, কিশোরগঞ্জ জজ আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধানের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়ায়। এ বাড়িতে ওই জজের বাবা ফজলুল হক, মা ফরিদা বেগম ও বোন সোনিয়া বসবাস করেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাবা ফজলুল হক ঘর থেকে বের হয়ে সেখানে আগুন জ¦লতে দেখেন।পরে বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভায়। নির্যাতনকারী বিজিবির সিওকে প্রত্যাহার দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সাংবাদিক নির্যাতনকারী বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফের শাস্তিসহ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচীতে এ দাবি জানানো হয়। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ফখরে আলম, মহিদুল ইসলাম মন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের জেইউজে সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির। কর্মসূচীতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রণব দাস, বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির প্রমুখ।
×