ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবল শুরু আজ

প্রকাশিত: ০৫:০৮, ৫ আগস্ট ২০১৭

ওয়ালটন জাতীয় যুব  মহিলা হ্যান্ডবল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। সকাল ১১টায় উদ্বোধন করবেন জাতীয় সংসদ সদস্য মাহবুব আরা গিনি। এ বছর চতুর্থ আসরে মোট ১২ জেলা ক্রীড়া সংস্থা দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ‘ক’ গ্রুপে রাজশাহী, গোপালগঞ্জ, দিনাজপুর; ‘খ’ গ্রুপে নওগাঁ, নড়াইল, যশোর, ‘গ’ গ্রুপে বাগেরহাট, পঞ্চগড়, ঢাকা এবং ‘ঘ’ গ্রুপে রয়েছে কুষ্টিয়া, মাদারীপুর ও জামালপুর। গত আসরের চ্যাম্পিয়ন বিজেএমসি এবার অংশ না নিলেও রানার্সআপ দল নওগাঁ এবার অংশ নিচ্ছে। মাদ্রাসা ও স্কুল বোর্ডে বিভিন্ন খেলা চলায় এবারের আসরে বেশি জেলা ক্রীড়া সংস্থা অংশ নেয়নি। এবারের আসরে শুরুতে দলগুলো রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর চার গ্রুপের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল এবং সেমি বিজয়ী দুই দল ১০ আগস্ট ফাইনালে মোকাবেলা করবে। প্রতিযোগিতার ভেন্যু জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম। যাদের জন্ম ২০০০ সালের জানুয়ারির পর তারাই এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার বাজেট ছয় লাখ পঁচাশি হাজার টাকা। এর মধ্যে একলাখ ছিয়াশি হাজার টাকা দিচ্ছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম। অবশিষ্ট অর্থ দিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠান। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফি দেয়া হবে। পাশাপাশি ফেডারেশন ও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কারও দেয়া হবে।
×