ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়দিন শেষে ইউরো নারী ফুটবলের ফাইনালে ডেনমার্ক-হল্যান্ড

প্রকাশিত: ০৫:০৬, ৫ আগস্ট ২০১৭

দ্বিতীয়দিন শেষে ইউরো নারী ফুটবলের ফাইনালে ডেনমার্ক-হল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ব্রিটিশ স্বপ্নের সমাধি! এবার উয়েফা নারী ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেও বিদায় নিল ইংল্যান্ডের মেয়েরা। বৃহস্পতিবার স্বাগতিক হল্যান্ড ৩-০ গোলে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েই টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করে। দিনের অন্য সেমিফাইনালে জয় পেয়েছে ডেনমার্ক। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ড্র হওয়ার পর এদিন তারা পেনাল্টি শূটআউটে একই ব্যবধানে পরাজিত করে অস্ট্রিয়াকে। এর আগে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল ইংল্যান্ড। কিন্তু সেই টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে জাপানের কাছে হেরেছিল ইংল্যান্ডের মেয়েরা। উয়েফা ইউরো নারী চ্যাম্পিয়নশিপে এবার দুর্দান্ত খেলছিল তারা। কিন্তু শেষ চারের বাধা আর পার হতে পারেনি ইংল্যান্ড। এবার তাদের দুঃখ বাড়ালো হল্যান্ড। টানা দুটি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে রীতিমতো হতাশ ইংল্যান্ডের মেয়েরা। তবে শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট দলটির কোচ মার্ক স্যাম্পসন। হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা যেহেতু স্বাগতিক দল তাই আমাদের আগে থেকেই জানা ছিল যে, ম্যাচটা খুব কঠিন হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠলো হল্যান্ড। ইংলিশদের বিদায় করে ১৯৬৬ সালের পর প্রথম বড় কোন টুর্নামেন্ট জয়ের দ্বারপ্রান্তে হল্যান্ডের মেয়েরা। সেই পথে ডাচদের সামনে বড় বাধা এখন ডেনমার্ক। দিনের অন্য সেমিফাইনালে যারা পেনাল্টি শূটআউটে ৩-০ গোলে অস্ট্রিয়াকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। ড্যানিশ মেয়েরা এর আগে কোয়ার্টার ফাইনালে বিদায় করে শক্তিশালী জার্মানিকে। ছয়বার সেমিফাইনালের টিকেট কাটার পর এবারই প্রথম ইউরোর ফাইনাল খেলতে যাচ্ছে তারা। রবিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাওয়ার আগে রোমাঞ্চিত ড্যানিশ কোচ নিলস নিয়েলসেন।
×