ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেট চিত্রা রায়;###;সুপ্রীম কোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:০৭, ৪ আগস্ট ২০১৭

আইনী পরামর্শ

প্রশ্ন : আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে তিন বছর। আমার সন্তানের বয়স ৫ বছর। আমি আবার বিয়ে করতে চাই, এমতাবস্থায় আমার সন্তান পূর্বের স্বামী অর্থাৎ তার পিতার নিকট হতে কী কী আর্থিক সুবিধা পেতে পারে আমার কন্যা সন্তান তার পিতার সম্পত্তির কতটুকু অধিকারী হবে? এবং আমি আইনানুযায়ী পূর্বের স্বামীর নিকট কী কী আর্থিক সুবিধা দাবি করতে পারি? মনোয়ারা বেগম, সিলেট থেকে উত্তর : আপনার স্বামী আপনাকে তালাক দেওয়ার পর তালাক রেজিস্ট্রেশন হয়ে গেলে ও ইদ্দতকালীন সময় পার হলে আপনি পুনঃবিবাহ করতে আইনত সক্ষম। আপনার পুনঃবিবাহ করতে আইনগত কোন বাধা নেই। আপনি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী ইদ্দতকালীন সময়ের পর অপরিশোধিত দেনমোহরের দাবি প্রতিষ্ঠা করতে পারেন পারিবারিক আদালতের মাধ্যমে। আপনি আপনার পূর্বের স্বামীর মৃত্যুর পর তার মালিকানাধীন সম্পত্তির মালিক হবেন না। তবে আপনার কন্যা সন্তান তার পিতার মৃত্যুর পর মুসলিম ফারায়েজ অনুসারে পিতার রেখে যাওয়া সম্পত্তিতে অংশ পাবে। এবং পারিবারিক আদালতে আপনার সন্তানের ভরণ-পোষণের জন্য মামলা করতে পারেন। পিতা হিসেবে আপনার পূর্বের স্বামী সন্তানের যথাযথ ভরণ-পোষণ করতে বাধ্য।
×