ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাঁশখালী পৌরসভার বাজেট পেশ

প্রকাশিত: ০৪:৩৬, ৩১ জুলাই ২০১৭

 বাঁশখালী পৌরসভার বাজেট পেশ

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, ৩০ জুলাই ॥ বাঁশখালী পৌরসভার ২০১৭-১৮ এর বাজেট অনুষ্ঠান রবিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭-১৮ সালের বাজেটে রাজস্ব খাতে কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা এবং উন্নয়ন খাতে ৪৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা মিলে ৪৯ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৭৪০ টাকার বাজেট পেশ করেন। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি দাশ, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়ার চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ। ময়মনসিংহে হত্যা মামলায় দুই জনের ফাঁসি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের আকুয়ায় ল্যান্স কর্পোরাল মাহবুবুল আলম হত্যা মামলার রায়ে রবিবার আসামি রেজাউল করিম ওরফে রেজা ও শিল্পী আক্তারকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ময়মনসিংহের ২য় অতিরিক্ত ও দায়রা জজ জহিরুল কবীর এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ২০১১ সালের ১৪ অক্টোবর রাতে শহরের আকুয়া খালপাড়ের ভাড়া বাসায় খুন হয় সেনাবাহিনীর কর্পোরাল মাহবুবুল আলম। পরকীয়ায় আসক্ত স্ত্রী শিল্পী আক্তার ও তার কথিত প্রেমিক রেজাউল করিম রেজা মাহবুবুল আলমকে কুপিয়ে হত্যা করে।
×