ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে কুপিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা

প্রকাশিত: ০৫:৩০, ২৮ জুলাই ২০১৭

ব্যবসায়ীকে কুপিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগে ছিনতাইকারীরা প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও দামী মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। উত্তরখানে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পল্টনে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁওয়ে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর লালবাগ থানার নওয়াবগঞ্জ এলাকায় ছিনতাইকারীরা প্রকাশ্যে আনোয়ার হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও দামী মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, তিনি পুরান ঢাকা এলাকায় পুরাতন বাড়ির মালামাল কেনা বেচার ব্যবসা করেন। দুপুর তিনটার দিকে ব্যবসার নগদ ৭৫ হাজার টাকা নিয়ে রিক্সাযোগে হাজারীবাগের দিকে যাচ্ছিলেন। নওয়াবগঞ্জ বাজার এলাকার শেষ প্রান্তে পৌঁছলে ৩/৪ জন যুবক তার রিক্সা গতিরোধ করে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই যুবকরা তার পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭৫ হাজার টাকা এবং দামী মোবাইল সেটটি নিয়ে পালিয়ে যায়। পরে বিকেল ৪টার দিকে ভাগ্নে পারভেজ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার ॥ রাজধানীর উত্তরখানে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে আলতাফ হোসেন ভুট্টু সিদ্দা (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক উত্তরখান থানাধীন হেলাল মার্কেটের সিদ্দা বাড়ির মনো সিদ্দার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আলতাফকে আদালতে পাঠানো হয়েছে। উত্তরখান থানার ওসি মোঃ হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, বুধবার বিকেলে ওই তরুণী গোসল করতে গেলে যুবক আলতাফ গোসলখানায় প্রবেশ করে। এ সময় আলতাফ ওই তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করে। কুপ্রস্তাব দেয়। পরবর্তীতে তার আর্তচিৎকারে তার স্বামী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণী বাদী হয়ে উত্তরখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর -২৩। ওসি জানান, মামলার পরই বৃহস্পতিবার দুপুরে বখাটে যুবক আলতাফকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। দুই মানবপাচারকারী গ্রেফতার ॥ রাজধানীর পল্টনে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জামাল হোসেন (২৮) ও মোঃ মজিবুর রহমান (৪০)। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকার লোকজনকে উন্নত জীবন গড়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার জন্য প্রলোভন দেখায়। গ্রামের নিরীহ ও সহজ-সরল মানুষ তাদের প্রলোভনের ফাঁদে পড়ে জমি জমা বিক্রি করে। ফাঁদে পা দেয়া বিদেশগামী ব্যক্তিকে প্রথমে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়া পাঠায়। তারপর তাদের নিজস্ব লোকজন দ্বারা রিসিভ করে সুবিধাজনক স্থানে নিয়ে আটক রাখে। আটক ব্যক্তিদের শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। মালয়েশিয়ায় আটক ব্যক্তিদের (বিদেশগামীদের) বাবা, মা, ভাই-বোন ও আত্মীয়স্বজনদের মোবাইলে ফোন করে অসহায়ত্বের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্য। যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন জানান, বুধবার গভীররাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মানবপাচারকারীকে আটক করা হয়। এ ব্যাপারে পল্টন থানায় মামলা হয়েছে। জেএমবি সদস্য গ্রেফতার ॥ রাজধানীর তেজগাঁওয়ে জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের নবীন হোসেন (৩২) নামের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি রামপুরা এলাকায় জেএমবির দাওয়াতি ইউনিটের সদস্য ছিলেন। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল কামরুল হাসান জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানাধীন পূর্ব নাখাল পাড়া এলাকার সমবায় মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। লে. কর্নেল কামরুল হাসান জানান, এর আগে এই গ্রুপের গ্রেফতারকৃত সদস্যরা জবানবন্দীতে নবীনের কথা জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
×