ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে দু’জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৫৫, ২৮ জুলাই ২০১৭

লক্ষ্মীপুরে দু’জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, সদর উপজেলার শাকচরে ধর্ষণের দায়ে মাইন উদ্দিন ও হালিমা খাতুনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাইদুর রহমান গাজী এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এদিকে ওই তরুণীর ১১ বছর বয়সী কন্যা সন্তানকে রাষ্ট্রীয় খরচে লালন-পালনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয় আদালত। এ তরুণী স্বামী ও কন্যা সন্তান তার পিতা হিসেবে আসামি মাইন উদ্দিনের পরিচয় বহন করবে। মাইন উদ্দিন সদর উপজেলা শাকচর গ্রামের রহিম উদ্দিন বেপারী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে ও হালিমা খাতুন একই বাড়ির প্রবাসীর নুরুল ইসলামের স্ত্রী।জানা যায়, ২০০৫ সালের ১০ এপ্রিল রাতে একই বাড়ির বাসিন্দা প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনের শাশুড়ি বাড়িতে না থাকায় তার সঙ্গে রাতে থাকার জন্য নিয়ে যায়। ওই রাতে হালিমার সহযোগিতায় মাইন উদ্দিন ঘরে আসে।বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে।
×