ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতি

৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৮:২৩, ২৭ জুলাই ২০১৭

৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে আইনের আওতায় এনে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকা থেকে ভারতের কলকাতা, আগরতলা, শিলং, গোয়াহাটিসহ এসব রোডে বাড়তি বাস ভাড়া নির্ধারণে টেন্ডার কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ অধিবেশনের ওপর হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। বুধবার আপীল বিভাগের চেম্বার জজ এবং হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে আইনের আওতায় এনে ৬০ দিনের মধ্যে তদন্ত করার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আসামিপক্ষে শুনানি করেন পঙ্কজ কুণ্ডু। ঢাকা-কলকাতাসহ কয়েকটি রোডে ভাড়া নির্ধারণে রুল ঢাকা থেকে ভারতের কলকাতা, আগরতলা, শিলং, গোয়াহাটিসহ এসব রোডে বাড়তি বাস ভাড়া নির্ধারণে টেন্ডার কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওইসব রোডে ভাড়া নির্ধারণে যাত্রীকল্যাণ সমিতির করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া গণপরিবহন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিআরটিসির চেয়ারম্যান, বিআরটিএর চেয়ারম্যান ও উপ-পরিচালককে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাশের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ অধিবেশনের ওপর হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। এ আদেশের ফলে সিনেট অধিবেশন অনুষ্ঠিত হতে কোন বাধা নেই বলে জানিয়েছেন ঢাবির আইনজীবী এফএম মেজবাহ উদ্দিন।
×