ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পরীক্ষা ৫০ নম্বরের শিক্ষার্থী পেল ৬৩

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ জুলাই ২০১৭

পরীক্ষা ৫০ নম্বরের শিক্ষার্থী পেল ৬৩

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সাতক্ষীরার এক শিক্ষার্থী ৫০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৩ নম্বর। গত রবিবার ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলের মার্কশীটে বা গ্রেডশীটে এমনই দেখা গেছে। সে সাতক্ষীরার কলারোয়া সরকারী কলেজ থেকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.১৭ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। সাতক্ষীরার কলারোয়া সরকারী কলেজের ছাত্র সুদিপ্ত কুমার সরদার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়। তার রোল নং ৪০৮৬৩৯, রেজিঃ নং ১২১৩৬৭৪০৭০। তার পিতার নাম পূর্ণ চন্দ্র সরদার, মাতার নাম প্রমিলা রানী সরদার। বোর্ডের প্রকাশিত ফলাফলে ওই শিক্ষার্থী উচ্চতর গণিত বিষয়ের ২য় পত্রের রচনামূলক (সৃজনশীল) অংশে ৬৩ নম্বর পেয়েছে। অথচ ওই অংশের মোট নম্বর ৫০। অর্থাৎ ৫০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৩ নম্বর। সেখানে নৈর্ব্যক্তিক অংশে ২৫ নম্বরের মধ্যে সে পেয়েছে ৮ নম্বর ও ২৫ নম্বরের ব্যবহারিক অংশে পেয়েছে ২৪ নম্বর। সেখানে ২য় পত্রের ওই ৬৩ নম্বরসহ উচ্চতর গণিতে ১ম ও ২য় পত্র মিলিয়ে সে মোট পেয়েছে ১৬৪ নম্বর আর উচ্চতর গণিতে গ্রেড এ+। বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই রেজাল্ট সিটের স্ক্রিনশট প্রকাশিতও হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলেও একই চিত্র- ৫০ নম্বরের মধ্যে ৬৩ দেখা গেছে। এ বিষয়ে কলারোয়া সরকারী কলেজের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক শাহনেওয়াজ করিম জানান, ‘উচ্চতর গণিতের ২য় পত্রের মোট ১০০ নম্বরের মধ্যে রচনামূলক অংশে ৫০ নম্বর, নৈর্ব্যক্তিক অংশে ২৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর। সেখানে রচনামূলক অংশে ৬৩ নম্বর প্রাপ্তের বিষয়টি বোর্ডের ভুল হয়ে থাকতে পারে।’ কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু সাংবাদিকদের জানান, ‘বিষয়টি বোর্ডের এখতিয়ার। এ বিষয়ে তার কোন বক্তব্য নেই।’
×