ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঘর পাবে লংগদুর ক্ষতিগ্রস্ত ২১২ পরিবার

প্রকাশিত: ০৪:৫৬, ২৭ জুলাই ২০১৭

ঘর পাবে লংগদুর ক্ষতিগ্রস্ত ২১২ পরিবার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ জুলাই ॥ গত ২ জুন লংগদু উপজেলায় পাহাড়ী পল্লীতে আগুন দেয়া ও নানা স্থানে সংহিস ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১২ পাহাড়ী পরিবারকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্পের প্রাক্কলন তৈরি করার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে আশ্রয়ণ প্রকল্পকে নির্দেশ দেয়া হয়েছে। আশ্রয় ২ প্রকল্পকে এ নির্দেশ প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ওই পত্রের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেয় বলে জানানো হয়েছে। পার্বত্য মন্ত্রণালয়ের পত্র মতে, লংগদু উপজেলায় ২ জুন ২১২টি উপজাতীয় পরিবরের বসতগৃহ আগুনে ভস্মীভূত হয়েছে। তাদের প্রত্যেকের জন্য ৩ কক্ষবিশিষ্ট একটি সেমি পাকা ঘর তৈরি করার জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাক্কলন প্রণয়নের জন্য আশ্রয়ণ প্রকল্পকে নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রকল্প ২-এর সংশোধিত ডিপিপি অনুসারে উপজাতীয় জনগোষ্ঠীর জন্য বিশেষ ডিজাইনে এসব ঘর নির্মাণ করার কথা উল্লেখ রয়েছে। এসব বতসঘরের প্রাক্কলন ও নক্সা জরুরী ভিত্তিতে তৈরি করে প্রেরণের জন্য নির্দেশ রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১ জুন লংগদুর যুবলীগ নেতা মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যাকা-কে কেন্দ্র করে ২ জুন এক দল জনতা পাহাড়ীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে ২১২ উপজাতির বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।
×