ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এএবিএল লিডারশিপ এ্যাওয়ার্ড পেলেন ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৫২, ২৩ জুলাই ২০১৭

এএবিএল লিডারশিপ এ্যাওয়ার্ড পেলেন ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে অনবদ্য অবদানের জন্য অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ (এএবিএল) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে এএবিএল লিডারশিপ এ্যাওয়ার্ডে ভূষিত করেছে। -বিজ্ঞপ্তি বরফতীরে প্রথম বিয়ে ব্রিটিশ নাগরিক টম সিলভেস্টার ও জুলি বায়োম বরফে ঢাকা এ্যান্টার্কটিকা অঞ্চলের পশ্চিমে এ্যাডিলেইড দ্বীপে সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন। এ্যান্টার্কটিকার বরফ আবৃত এলাকায় এটিই প্রথম কোন বিয়ের আয়োজন। তাদের বিয়ের সময় দ্বীপটির তাপমাত্রা ছিল মাইনাস নয় ডিগ্রী সেলসিয়াস। ব্যতিক্রমী এই বিয়ের আমন্ত্রণ পেয়েছিলেন মাত্র ২০ জন। -ওয়েবসাইট মাকে খুশি রাখতে চীনের গুয়াংজি প্রদেশের গুইলিন এলাকায় এক ভদ্রলোক ২০ বছর ধরে তার ছোট বোনের চেয়ংসাম পোশাক পরে বৃদ্ধা মাকে সেবা করে আসছেন। তার ছোট বোন মারা যাওয়ায় মাকে খুশি রাখতে তিনি এই কাজ করেন। সম্প্রতি তাদের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে চীনের ব্লগ সাইট সিনা উইবোতে ৪২ লাখ মানুষ ভিডিওটিতে ভিজিট করে। -ইয়াহু নিউজ
×