ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

মন্নুজান কমিটির সুপারিশ বাস্তবায়ন চান ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীরা

প্রকাশিত: ০৮:১১, ১৯ জুলাই ২০১৭

মন্নুজান কমিটির সুপারিশ বাস্তবায়ন চান ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীরা

বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী ইউনিয়ন সকল ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়োগের তারিখ থেকে পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য করার জন্য প্রধানমন্ত্রী ও টেলিযোগাযোগ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মন্নুজান কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা কর্মচারীদের বয়সসীমা শিথিলযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক সমাবেশে এই আহ্বান জানানো হয়। বিটিসিএল টেলিযোগাযোগ ভবন ইস্কাটন গার্ডেনে রেহান উদ্দিন রেহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, টিএ্যান্ডটির নির্বাচিত সিবিএ’র অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে তৎকালীন মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন পরামর্শক কমিটি গঠন করে দিয়েছিলেন। বেশ কয়েকটি বৈঠকে আলোচনা করে কমিটি একটি সুপারিশমালা পেশ করে। এগুলো পরবর্তী সময় মন্ত্রিসভার বৈঠকেও অনুমোদন করা হয়। এরমধ্যে চার নম্বর সুপারিশে ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের চাকরি স্থায়ী করে ডট-এ ন্যস্ত করার কথা বলা হয়েছিল। পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নানা পরিবর্তনের সুযোগে বিএনপি-জামায়াত সমর্থক কর্মকর্তারা উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ ভ-ুল করার অপচেষ্টায় লিপ্ত হয়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে নানা কমিটি করে একাধিক প্রস্তাব দেয় এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর দফতরের পত্রের ভুল ব্যাখ্যা দিয়ে উত্তর পাঠানো হয়। বক্তরা এসব ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মন্নুজান কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। Ñবিজ্ঞপ্তি
×