ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪১, ১৯ জুলাই ২০১৭

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম চট্টগ্রামের সীতাকু- উপজেলার ত্রিপুরাপাড়া এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার আগে সেখানে দ্রুততম সময়ের মধ্যে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চালু করারও নির্দেশ দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্মসূচীর লাইন ডিরেক্টর ডাঃ আবুল হাশেম মঙ্গলবার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের কাজ শুরুর জন্য স্থানীয় বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার থেকে ত্রিপুরাপাড়া ও সন্নিহিত আক্রান্ত এলাকার প্রতিটিতে একটি করে দুটি অস্থায়ী টিকাদান কেন্দ্র, একটি করে স্যাটেলাইট স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পনের বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের হাম রোগের প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।
×