ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ম্যাপললিফের শিক্ষিকা রহস্যজনকভাবে নিখোঁজ

প্রকাশিত: ০৮:২২, ১৮ জুলাই ২০১৭

ম্যাপললিফের শিক্ষিকা রহস্যজনকভাবে নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত শিক্ষিকা ফেরদৌসি ইকরাম ফসিয়া (৩১) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ২ জুলাই তিনি গ্রীন রোড সংলগ্ন ১৫২/১, ফ্রি স্কুল স্ট্রীটের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ইতোমধ্যে তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায়ও খোঁজ নেয়া হয়েছে। কিন্তু তার সন্ধান মেলেনি। ৩ জুলাই ফসিয়ার বাবা ইকরামুল্লাহ কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নম্বর-১১৪)। ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ইকরামুল্লাহ। পুলিশ ধারণা করছে, ফসিয়া জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িয়ে যেতে পারেন। কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাত খান জানান, গ্রীন রোডের একটি এ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন ফসিয়া। বাসা থেকে বের হওয়ার আগে তিনি বলে যান, এক ছাত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। এরপর থেকেই তার কোন খোঁজখবর নেই। এমনকি সেই সময় নিজের মোবাইল ফোনটিও সঙ্গে নেননি তিনি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ফসিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বাইরে বের হলে বোরখা পড়েন। এ কারণে তিনি কোন জঙ্গীগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন কিনা তা নিয়ে সন্দেহ করা হচ্ছে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ফসিয়া বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, ফ্রি স্কুল স্ট্রীটের স্থায়ী বাসিন্দা ফসিয়া নিখোঁজের বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। গতকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি
×