ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণ

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ জুলাই ২০১৭

স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্বামীকে আটকে রেখে এক নবপরিণীতা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জেলার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বরিবার বিকেলে নববধূ বাদী হয়ে সুমন মোল্লা ও ধর্ষণে সহায়তা করায় তার ৪-৫ সহযোগীকে আসামি করে মামলাটি দায়ের করেন। বানারীপাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন এজাহারের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামে বসবাসের সুবাধে নয় মাস পূর্বে তারা বিয়ে করেন। কয়েকদিন পূর্বে স্ত্রীকে নিয়ে নানাবাড়ি বেড়াতে আসে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা দলবল নিয়ে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। শনিবার সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলে ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা ও তার সহযোগীরা দু’জনকে ধরে নিয়ে পার্শ্ববর্তী আনোয়ারা বেগমের বাড়িতে আটকে রেখে নববধূকে ধর্ষণ করে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রবিবার বেলা ১১টার সময় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানায়, এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সুমন মোল্লার নাম উল্লেখ করে তার আরও ৪-৫ সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিমের ওসিসিতে পাঠানো হয়েছে। ২০ জুলাইয়ের মধ্যে চবি আবাসিক শিক্ষার্থীদের হলে ওঠার নির্দেশ চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (চবি) আবাসিক শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ হলে ওঠার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ সময়ের মধ্যে নিজ কক্ষে কেউ উঠতে ব্যর্থ হলে তার আসন বাতিল করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ আসনে উঠে আসন বুঝে পাওয়ার বিষয়টি হল প্রশাসনকে অবগত করার জন্য বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিশ^বিদ্যালয় সূত্র জানায়, চলতি মাসের ৫ তারিখ আবাসিক হলগুলো বৈধ আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়। এসময় যে সকল শিক্ষার্থীর আসন বরাদ্দ আছে কেবল তারাই হলে প্রবেশের অনুমতি পান। ৫ জুলাইয়ের পর আসন বরাদ্দপ্রাপ্ত বেশিরভাগ শিক্ষার্থীই নিজ নিজ আসনে উঠেছেন। তবে এখনও কিছু শিক্ষার্থী নিজ আসনে উঠেনি। এমতাবস্থায় আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাদের নিজ নিজ কক্ষে ওঠার নির্দেশ দিয়েছে প্রশাসন। শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে রবিবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৫০ বছর বয়সি ওই নারীর পরিচয় জানা যায়নি। দুপুরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানান, সকালে শ্রীপুর স্টেশনের উত্তর পাশে আউটার সিগন্যালে রেললাইন পার হওয়ার সময় ওই নারী জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×