ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মোল্লাহাটে দীর্ঘদিন রাস্তা খুঁড়ে রাখায় দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৩৮, ১৭ জুলাই ২০১৭

মোল্লাহাটে দীর্ঘদিন রাস্তা খুঁড়ে রাখায় দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটের কুলিয়া ইউনিয়ন এলাকার বেতবাড়িয়া বিল সড়কটি সংস্কারের নামে গত প্রায় এক বছর ধরে খুঁড়ে রাখা হয়েছে। খোঁড়া গর্তে বর্ষায় পানি-কাদা জমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওই এলাকার কমপক্ষে চারটি গ্রামের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এতে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীর কেউ কেউ প্রতিবাদ করে সড়কের মধ্যে ধানের চারা রোপণ করেছেন। ঠিকাদারের স্বেচ্ছারিতায় এ অবস্থার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।স্থানীয় অশীতিপর ছিরু শেখ (৯০) জানান, তিনি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার গর্তে পড়ে কাদা-পানি মেখে ঘরে ফিরে যাওয়ার শক্তি হারান। একপর্যায়ে লোকজনের সহযোগিতায় বাড়ি ফিরে যান তিনি। এছাড়া আজিজুর শক্তি, বরকত মোল্লা, ছিরু মোল্লা, মেছার মোল্লা ও মোহন মোল্লা জানান, এলাকার সব রাস্তাঘাট পাকা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ বেতবাড়িয়া বিল সড়কটি কার্পেটিংকাজের দায়িত্ব পান ঠিকাদার শিকদার জাহিদুল ইসলাম। ওই ঠিকাদার গত সেপ্টেম্বর মাসে রাস্তাটি খুঁড়ে গর্ত করে ফেলে রাখেন। গত মার্চ মাসের ১৪ তারিখে কাজ শেষ করার কথা থাকলেও অদ্যাবধি আর কোন কাজ না করায় খোঁড়া গর্তে পানি এবং কাদা জমে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ফলে এলাকাবাসী চরম দুঃসহ ভোগান্তিতে পড়েছেন। ভোগান্তির শিকার স্থানীয়দের মাঝে কয়েক ব্যক্তি প্রতিবাদস্বরূপ সড়কের মাঝে ধান রোপণ করেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশল দফতরের কার্য-সহকারী মহিদুল ইসলাম জানান, আশপাশ এলাকা থেকে বালি উত্তোলনের ব্যবস্থা না হওয়ায় বিলম্ব হয়েছে। তবে বালি তোলার ব্যবস্থা হয়েছে, হয়ত মেশিন ও পাইপ সাইটে পৌঁছে গেছে। ঠিকাদার শিকদার জাহিদুল ইসলাম জানান, তিনি কাজটি তাড়াতাড়ি করবেন। উপজেলা নির্বাহী অফিসার শামীম হাসান জানান, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
×