ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রবের বাসায় বৈঠকে পুলিশী হস্তক্ষেপ গণবিরোধী ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:১৫, ১৬ জুলাই ২০১৭

রবের বাসায় বৈঠকে পুলিশী হস্তক্ষেপ গণবিরোধী ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতাদের বৈঠকে পুলিশের বাধায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেন, ওই বৈঠকটিতে পুলিশের হস্তক্ষেপ অমানবিক ও চরম গণবিরোধী। শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান সরকার এখন সীমা ছাড়িয়ে গেছে। আর এই চরম সীমালঙ্ঘনের কারণেই দেশে রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় সংগঠনগুলোকে শুধু উন্মুক্ত কোন স্থানেই নয়, ঘরোয়া পরিবেশেও সভা কিংবা আলাপ-আলোচনা অনুষ্ঠান করতে বাধা দেয়া হচ্ছে। পুলিশী বাধা অথবা কোন কোন ক্ষেত্রে হামলা চালিয়ে সভা ও আলোচনা নস্যাৎ করতে যে ন্যক্কারজনক অসদাচরণ করা হচ্ছে সেটির ধিক্কার জানানোর ভাষা নেই। খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র শূন্যতার কারণেই আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে। সরকারী মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া হয়ে উঠেছে। ২০ বছরেও ছোটবেলায় বাবা-মা দাঁত মাজতে কোনদিনই উৎসাহ দেয়নি বলে বিশ বছরের জীবনে কখনও টুথব্রাশ দাঁতে ছোঁয়াননি ‘জে’ নামের এক যুবক। গত জানুয়ারিতে ব্রিটিশ রিয়েলিটি শোতে হাজির হয়েছিলেন তিনি। জে-এর কুৎসিতদর্শন দাঁতকে সামলাতে গিয়ে চিকিৎসককে ১১টা দাঁত তুলে তার জায়গায় নতুন দাঁত বসাতে হয়েছে -ইয়াহু নিউজ দেহভস্ম পাঠানো যাবে মহাকাশে ইলন মাস্কের স্পেসএক্স রকেটে করে শেষকৃত্যের পর থাকা দেহভস্ম এখন থেকে মহাকাশে পাঠানো যাবে। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোভিত্তিক এলিসিয়াম স্পেস নামের প্রতিষ্ঠানটি এই প্রকল্পকে ‘স্মারক মহাকাশযাত্রা’ নাম দিয়েছে। মৃত্যুর দৃষ্টিভঙ্গিকে মাটির নিচ থেকে মহাকাশে নিয়ে যাওয়াই এই প্রকল্পের লক্ষ্য। এখন পর্যন্ত একশ’ জন এই প্রকল্পের জন্য নিবন্ধন করেছেন -সিএনবিসি
×