ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্ভোগে মানুষ

প্রকাশিত: ০৫:৪২, ১৫ জুলাই ২০১৭

দুর্ভোগে মানুষ

সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে, বিশেষ করে উত্তর-পূর্বাংশে ও সিলেট বিভাগে। বুধবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব জেলা হলোÑ গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, নীলফামারী, সিলেট ও মৌলভীবাজার। এর বাইরেও কোন কোন জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে নতুন করে। মধ্যাঞ্চলে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাজধানীর চারপাশও পানি পরিবেষ্টিত। বন্দরনগরী চট্টগ্রামও জলমগ্নপ্রায়। বিভিন্ন স্থানে কয়েক লাখ মানুষের পানিবন্দী হওয়ার খবরও আছে। বন্যার পানিতে ভেসে ও ডুবে কয়েক স্থানে মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্যাভাব ও সুপেয় পানির সঙ্কট। পয়োনিষ্কাশন এবং হাঁস-মুরগি-গবাদিপশু সংরক্ষণসহ পশুখাদ্যের অভাব প্রকট। সর্বাধিক যেটা দুঃখজনক তা হলো, কয়েকদিন অতিবাহিত হলেও বন্যাদুর্গত এলাকায় তেমন ত্রাণ তৎপরতার খবর নেই। ফলে মানুষ প্রায় অর্ধাহারে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়ভাবে কোথাও কোথাও কিছু ত্রাণের ব্যবস্থা নেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অনেক দুর্গম-দুর্গত এলাকায় বিশেষ করে প্রত্যন্ত চরাঞ্চলে ত্রাণ তৎপরতার আদৌ কোন খবর নেই। সরকারী হিসাবে বন্যাকবলিত ১৩ জেলার ৪৫ উপজেলায় সাড়ে ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারী হিসাবে আরও বেশি, আগামীতে যা আরও বাড়তে পারে। তবে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে বলে জানানো হয়েছে। আমদানি বেড়ে যাওয়ায় চালের দামও কমতির দিকে। অনেক জায়গায় কিছু মানুষ পরিবার-পরিজন নিয়ে অপেক্ষাকৃত উঁচু স্থানে খোলা আকাশের নিচে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। রোগ, শোক, আমাশয়, পেটেরপীড়া, সর্দি-কাশি-জ্বরের প্রকোপও লক্ষণীয়। বীজতলাসহ ফসলহানির খবরও আছে। সঙ্কট রয়েছে আমন বীজের। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তিস্তার গজলডোবা বাঁধের সমস্ত গেট খুলে দেয়ায়। আর সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে। অতঃপর প্রশাসনের জরুরী কর্তব্য হবে সবরকম সাহায্য-সহায়তা নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো। এনজিওগুলোও এক্ষেত্রে জরুরী ত্রাণ ও চিকিৎসাসেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে পারে। বাংলাদেশের যেসব অংশে বর্তমানে বন্যা দেখা দিয়েছে সেসবই মূলত সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির ঢল ও অতিবৃষ্টি, যা অনেক সময় বাঁধ উপচে পড়ার কারণে ছেড়ে দেয়া হয়। একদিকে তিস্তা-ধরলা-তোরসা, অন্যদিকে অসমের ব্রহ্মপুত্রের বন্যার অনিবার্য প্রভাব পড়ছে বাংলাদেশে। প্রতিবেশী দেশের ওপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদ-নদীর বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁধ ও ব্যারাজ নির্মাণের কারণেই প্রতিবছর এমন ঘটনা ঘটে থাকে বলে বিশেষজ্ঞদের ধারণা। আর এর অনিবার্য অসহায় শিকার হচ্ছে দু’দেশের সীমান্তবর্তী লাখ লাখ গরিব মানুষ। বন্যা-ঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ প্রশাসনের ব্যবস্থাপনা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। উত্তরাঞ্চলের খরা মৌসুমে মঙ্গা পরিস্থিতি সামাল দেয়া হয়েছে দরিদ্র ও বিধবা ভাতা, কাবিখা-টাবিখা ইত্যাদি প্রকল্পের মাধ্যমে। এবার হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় হয়ত প্রশাসনের প্রস্তুতি ছিল না তেমন। যা হোক, এখন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উচিত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া। বন্যাদুর্গতদের উদ্ধার করার পাশাপাশি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি, শুকনা খাবার, জরুরী ওষুধপত্র, তাঁবু ইত্যাদি। গরিব ও অসহায় মানুষের কাছে এখনই সেসব পৌঁছে দেয়া প্রশাসনের জরুরী কর্তব্য।
×