ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দ

প্রকাশিত: ০৫:২৭, ১৫ জুলাই ২০১৭

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দ

কূটনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের কেন্দ্রীয় জরুরী সাড়া প্রদান তহবিল (সের্ফ) থেকে পার্বত্য চট্টগ্রামে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। গত মাসে ভারি বৃষ্টিপাতের কারণে যে মারাত্মক ভূমিধস ও তীব্র বন্যা হয় এতে পার্বত্য চট্টগ্রামে ১৬৬ জনের মৃত্যু হয়। আরও বহুসংখ্যক আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সের্ফ সবচেয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদানের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ বরাদ্দ করেছে। শুক্রবার ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিধস সম্পর্কিত এই দুর্যোগে কাদা এবং ধ্বংসাবশেষের নিচে হাজার হাজার ঘরবাড়ি চাপা পড়ে যার ফলে পরিবারগুলো অস্থায়ী আশ্রয় নিতে বাধ্য হয়। রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান জেলাগুলো সবচেয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক ও দেশীয় এনজিওগুলোর অংশীদারিত্বে জাতিসংঘ একটি মূল্যায়নের মাধ্যমে একটি সাড়াপ্রদান পরিকল্পনা প্রণয়ন করেছে, এতে ৫১ হাজার মানুষকে সহায়তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হয়েছে। সের্ফ তহবিল প্রয়োজনের কিছু অংশ মেটাবে, যা জাতিসংঘের তিনটি সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউনিসেফকে প্রদান করা হবে এবং এটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি জেলার চাহিদা মেটাতে ব্যাবহার করা হবে। এই দুর্যোগ খুবই স্থানীয়, এটি খুবই গুরুতর মানবিক প্রভাব ফেলেছে। সের্ফ তহবিল অবিলম্বে জীবন বাঁচানোর প্রয়োজনীয়তা মোকাবেলা করার জন্য জাতিসংঘ সংস্থাগুলোকে সহয়তা করবে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস বলেন, দুর্যোগের মূল কারণগুলো যথাযথভাবে মূল্যায়ন এবং টেকসই উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন, তবে বান্দরবন, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তির জন্য সুচারু পুনরুদ্ধার প্রক্রিয়া সহজতর করার জন্য অংশীদারদের জরুরী মানবিক সাড়াপ্রদান প্রক্রিয়াতে অবদান রাখার জন্য তিনি আমন্ত্রণ জানান। এই বরাদ্দটি ১,৫০০ জরুরী অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০টি বাড়িঘর পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। এটি দূষণমুক্ত পানি, পয়ঃনিষ্কাশন সুবিধা প্রদান, স্বাস্থ্যবিধি এবং মর্যাদা কিট বিতরণে সহায়তা করবে। আশ্রয়স্থানের নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যাগুলো প্রতিরোধ এবং জীবনের জন্য হুমকিস্বরূপ প্রজনন স্বাস্থ্য পরিস্থিতি পরিহারে তথ্য প্রচারের ব্যবস্থা করা হবে। সের্ফ তহবিল ছাড়াও স্টার্ট নেটওয়ার্ক এনজিওগুলোর একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক ও দ্রুত মানবিক সহায়তা প্রদানে এনজিও পরিচালিত সাধারণ তহবিল, ইতোপূর্বে এ্যাকশন এইড এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদানের জন্য আড়াই লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।
×