ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বদেশ রায়ের কবিতা -আমিও আছি

প্রকাশিত: ০৬:৫৩, ১৪ জুলাই ২০১৭

স্বদেশ রায়ের কবিতা -আমিও আছি

তোমাদের সবার সঙ্গে আমাকে নিও, খুব বেশি বোঝা হবো না। তোমাদের পথ দিয়ে তোমরা যেও, তার সঙ্গে যদি না পারি পিছে পিছে যাব। তোমাদের দুদ- দাঁড়ানোর কালে আমি এক দ- না হয় থমকে যাব। তোমাদের দিকে চেয়ে দেব না কোন কষ্ট- গভীর অতি। তোমাদের দিকে রাতের তারারা দেবে আলো, আমি না হয় একটু নেব। তোমাদের গায়ে বিকেলের বাতাস বয়ে গেলে- একটু শুধু ভাগ নেব আমি। তোমাদের সঙ্গে হয়তো অনেক মিল আছে তবুও আমি তোমাদের মতো নই। তোমাদের তুলনায় অতি সামান্য আমি, প্রাচীরের গাত্রের গোত্রহীন। তোমাদের বর্ণছটায় পৃথিবীতে আলোক ঝরায়- আমি শুধু একটি বাতি। তোমাদের জন্য দীর্ঘ দিবস দীর্ঘ রাত্রি- আমার জন্য একটু খানি রাতি। তোমাদের সঙ্গে আমায় তবুও নিও, এই পৃথিবীতে আমিও আছি।
×