ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারাক্রান্ত ধরিত্রী

প্রকাশিত: ০৩:৫০, ১২ জুলাই ২০১৭

ভারাক্রান্ত ধরিত্রী

আমাদের এই প্রিয় পৃথিবী নানাবিধ কারণে টালমাটাল। জাতিবিদ্বেষ ও ধর্মান্ধ সহিংস রাজনীতির কারণে মানুষই মানুষের জন্য হুমকি হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা প্রাকৃতিক কারণেই বসবাসের এই একমাত্র গ্রহটি ক্রমশ বসবাস অযোগ্য হয়ে উঠতে শুরু করেছে। বিজ্ঞানীরা আবেগের উর্ধে উঠে বস্তুগত বিবেচনাবোধ থেকে যে ব্যাখ্যা ও বিশ্লেষণ দাঁড় করান তা থেকে মানবজাতির সতর্ক ও সচেতন হওয়া জরুরী। সম্প্রতি বিশ্বখ্যাত জ্যোতি পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং যে কথা বলেছেন তা বিশ্ব নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গের জন্য চিন্তার বিষয়। বিশ্বের উৎপত্তি ও বিলয় সম্বন্ধে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যত মতবাদ প্রচারিত হয়েছে সেগুলোর ভেতর এই বিজ্ঞানীর বক্তব্যকে অতীব গুরুত্বের সঙ্গে দেখে আসছে অধুনাকালের বিশ্ববিবেক। হকিং এর আগে বলেছিলেন এক হাজার বছরের মধ্যে পৃথিবী মানুষের জন্য সম্পূর্ণভাবে বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তার আগেই পৃথিবী ছেড়ে নক্ষত্রপুঞ্জে ছড়িয়ে পড়তে হবে। অতিসম্প্রতি তিনি সেই সময় পরিধিকে আরও গুটিয়ে এনেছেন। এখন বলছেন মানুষের হাতে কয়েক শ’ বছরের বেশি সময় নেই। উল্কাপিণ্ডের আছড়ে পড়া, মেরু অঞ্চলের বরফ গলন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ কমে আসাসহ নানা বিপর্যয় পৃথিবীকে হুমকি দিচ্ছে। হকিংয়ের এই সতর্কবার্তার রেশ কাটিয়ে না উঠতেই জাতিসংঘ প্রদত্ত নতুন তথ্য আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যা আমাদের শঙ্কা আরও বাড়িয়ে দেয়ার মতো। বিশ্বের জনসংখ্যা ২০৫০ সালে হাজার কোটিতে পৌঁছতে পারে। জাতিসংঘ জানিয়েছে, বর্তমান হারে বাড়তে থাকলে ২০৩০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৮৬০ কোটি, ২০৫০ সালে ৯৮০ কোটি এবং ২১০০ সালে তা বেড়ে হবে ১ হাজার ১০২ কোটি। উল্লেখ্য, বর্তমানে পৃথিবীর জনসংখ্যা ৭৬০ কোটি। বাংলাদেশ বিশ্বের সর্বাধিক জনবসতিপূর্ণ দেশ। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৩০০০ ভাগের এক ভাগ মাত্র; কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। ১৯০১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল প্রায় পৌনে তিন কোটি। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। পনেরো থেকে ষাট বছর বয়সী লোকেরাই দেশের কর্মক্ষম জনশক্তি। কিন্তু বাংলাদেশে ১৫ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সী লোকের সংখ্যা বেশি হওয়ায় বৃহত্তর জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে না। বলা হয়ে থাকে, পারমাণবিক অস্ত্র অপেক্ষা জনসংখ্যা বর্তমান বিশ্বের প্রধান সমস্যা। ক্রমবর্ধমান জনসংখ্যা গোটা পৃথিবীর জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। এর কারণ হিসেবে ভৌগোলিক পরিবেশ, অশিক্ষা, নিম্নমানের জীবনযাত্রা, ধর্মীয় ও সামাজিক প্রভাব, খাদ্যাভ্যাস, শিশুবিবাহ, বহুবিবাহ, ছেলে সন্তান লাভের আশা, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা, মৃত্যুর হার হ্রাস, বিনোদনের অভাব, দারিদ্র্য, কর্মহীনতা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রভৃতিকে দায়ী করা যায়। জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামীতে গোটা বিশ্বের অর্থনীতি সুস্থির থাকা অসম্ভব হয়ে পড়বে। মানুষের মৌলিক প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের ওপরেই তাকে নির্ভর করতে হয়। জনসংখ্যা বাড়ার কারণে বিশ্বে যেসব সঙ্কট দেখা দেবে সেগুলোর বড় শিকার হবে আমাদের দেশের মতো জনভারাক্রান্ত দেশগুলোই। ভারাক্রান্ত পৃথিবীর কথা ভাবার পাশাপাশি আমাদের নিজের দেশের দিকে দৃষ্টি দেয়া জরুরী। তাই জনসংখ্যা সীমিত রাখার জন্য এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের কোন বিকল্প নেই।
×