ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে হুমকিতে এক পরিবার তিন মাস ঘরছাড়া

প্রকাশিত: ০৬:৪২, ১০ জুলাই ২০১৭

শ্রীনগরে হুমকিতে এক পরিবার তিন মাস ঘরছাড়া

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে এক ইউনিয়ন কৃষক লীগ সভাপতির হুমকিতে ৩ মাস ধরে এলাকা ছাড়া হয়ে আছে দরিদ্র পরিবার। পিটিয়ে হত্যাসহ দুটি হত্যা মামলার আসামি বীরতারা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আজগর আলী ওরফে মেন্দী মাদবরের হুমকির কারণে এলাকা ছেড়ে পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে। জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করার কারণে পরিবারটির উপর আরও বিপর্যয় নেমে এসেছে। স্থানীয়রা জানায়, পরিবারটির কর্তা আব্দুল হাকিম ওরফে কান্দুর অপরাধ তিনি এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের বিক্রি করা জমির দলিলে সাক্ষী হয়েছেন। আব্দুল হাকিম কান্না জড়িত কণ্ঠে জানান, এলাকার প্রভাবশালী ওই নেতা ও তার সাঙ্গপাঙ্গদের ক্রমাগত হুমকির কারণে নিজের ভিটে বাড়িতে ঈদের মতো উৎসব থেকে তার সন্তানরা বঞ্চিত হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে থাকার কারণে তার সন্তান ও পরিজনরা বঞ্চিত হচ্ছেন লেখাপড়ার সুযোগ থেকে। তিনি আরও জানান, শ্রীনগর ভূমি অফিসের নামজারিকৃত হিন্দু ওয়ারিশিয়ান সম্পত্তি বিক্রির দলিলের সাক্ষী হওয়ার কারণে আজগর আলী তার লোকজন নিয়ে তিন মাস পূর্বে তাকে প্রথমে এলাকা ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। আজগর আলীর নির্দেশ অমান্য করে তিন চার দিন নিজ বাড়িতে বসবাস করায় তাকে দ্বিতীয় দফায় বীরতারা বাজারে পিটিয়ে হত্যা আওয়ামী লীগ নেতা শাহজাহানের উদাহরণ টেনে বলা হয় এলাকা না ছাড়লে তার পরিণতিও শাহজাহানের মতোই হবে। দ্বিতীয় বার হুমকির পর আব্দুল হাকিম প্রাণ ভয়ে রাতের আঁধারে এলাকা ছেড়ে আসেন। পোশাক কারখানায় অগ্নিকা-ের ঘটনায় তদন্ত কমিটি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ জুলাই ॥ শনিবার রাত নয়টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাড়কের আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকার ‘মেডলার এ্যাপারেলস’ নামক পোশাক কারখানায় অগ্নিকা-ের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়ার হয়েছে। কারখানার পুড়ে যাওয়া অংশগুলোর সংস্কার কাজের জন্য রবিবার কারখানাটি একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়ার উদ্দেশে এলেও তাদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। অপরদিকে এ অগ্নিকা-ের সঙ্গে জড়িত সন্দেহে হেলাল নামের বহিরাগত একজনকে আটক করে পুলিশ। সে রাজধানীতে বাসের হেলপার হিসেবে কাজ করে। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায়। জিজ্ঞাসাবাদে হেলাল পুলিশকে জানায়, সে ঘটনাস্থলে দাঁড়িয়ে আগুন নেভানো দেখছিল। পুলিশ জানায়, সে ধূমপান না করলেও তার পকেটে সিগারেট ও দিয়াশলাই পাওয়া যায়। ওই কারখানা ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
×