ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে সিরিজ ফয়সালার লড়াই আজ

প্রকাশিত: ০৬:৩৯, ১০ জুলাই ২০১৭

শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে সিরিজ ফয়সালার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এটা ঠিক সময়টা শ্রীলঙ্কার ভাল যাচ্ছে না। তাই বলে ঘরের মাটিতে জিম্বাবুইয়ের সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, সেটি হয়তো তারা ভাবতেও পারেনি। প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত হারের পর টানা দুই জয়ে এগিয়ে গিয়েছিল এ্যাঞ্জেলো ম্যাথুজের দল। তবে ৩০০ রানের পুঁজি গড়েও বৃষ্টি বিঘিœত চতুর্থ ওয়ানডেতে হেরে বসে স্বাগতিকরা। টি২০’র মেজাজ পাওয়া ম্যাচে দারুণ জয়ে সমতায় (২-২) ফেরে জিম্বাবুইয়ে। খোদ অধিনায়ক গ্রায়েম ক্রেমারও যেটিকে অপ্রত্যাশিত প্রাপ্তি বলে অভিহিত করেছেন। সবমিলিয়ে শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে আজকের পঞ্চম ও শেষ ওয়ানডেটা হয়ে উঠেছে সিরিজ ফয়সালার লড়াই। হারানোর কিছু নেইÑ মন্ত্রে উজ্জীবিত গ্রায়েম ক্রেমারের দল, অন্যদিকে ফেবারিট হিসেবে স্বাগতিক লঙ্কানরাই চাপে থাকছে। হাম্বানটোটায় খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সোয়া দশটায়। ‘৩০০ রান চেজ করা সবসময়ই কঠিন। সেটি করতে হয়নি। তবে বৃষ্টির সময় জানতাম, ম্যাচে আমরা এগিয়ে আছি। তারপর তো জিতেই গেলাম। আর আমরা অসাধারণ ব্যাটিং করেছি। সিরিজটা জিততেই হবে এমন কোনো চাপ নেই। তাই শেষ ম্যাচে আমরা চাপ মুক্ত থেকেই ভাল ক্রিকেট খেলতে চাই।’ বলেন জিম্বাবুইয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। শেষ ওয়ানডেটা অঘোষিত ফাইনাল হয়ে ওঠায় আগের ম্যাচটির কথাই বেশি করে বলতে হবে। লঙ্কার ছুড়ে দেয়া ৩০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান করার পর বৃষ্টির বাগড়া। তারপর যখন খেলা শুরু হয় তখন জিম্বাবুইয়ের টার্গেট দাঁড়ায় ৩১ ওভারে ২১৯ রান। অর্থাৎ পরের ১১ ওভার থেকে তাদের দরকার ছিল ৮০। অতিথিরা ১০ বল হাতে রেখেই ৪ উইকেটে জিতে যায়। দারুণ ব্যাটিং করেছেন তারকা ব্যাটসম্যান শন অরভিন। ৫৫ বলে খেলেছেন ৬৯ রানের হার না মানা ইনিংস। জিম্বাবুইয়ের ইনিংসে আর কোন হাফ সেঞ্চুরি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান ওপেনার মুরের। ৩০ রান করেছিলেন মুসাকান্দা। ২৮ রান আসে হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। লঙ্কানদের মাটিতে এভাবে সিরিজ জমিয়ে তোলা ক্রেমারদের জন্য দারুণ আনন্দের। তবে হরিষে বিষাদ, সেøা-ওভার রেটের কারণে অধিনায়ক ও দলকে জরিমানা গুনতে হয়েছে। অন্যদিকে স্বাগতিক লঙ্কাপতি ম্যাথুস বলেন, ‘৩০০ বড় স্কোরই। কিন্তু জিম্বাবুইয়ে অসাধারণ খেলেছে। সিরিজটা বেশ জমে উঠেছে। তবে জিততে হলে শেষ ম্যাচে আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে।’ বৃষ্টিতে হিসেব বদলে দেয়াতেই মূলত এমন জয় পেয়েছে জিম্বাবুইয়ে। ভেস্তে গেছে লঙ্কার হয়ে দুই ওপেনার নিরোশান দিকওয়েলা (১১৬) ও দানুশকা গুনাথিলকার (৮৭) রেকর্ড পার্টনারশিপ জুটি। টানা দুই ম্যাচে দুই শতাধিক রানের জুটি গড়েছেন দু’জনেÑ ওয়ানডেতে এমন ঘটনা আর নেই। ২৭১ ও ২৬৩ রান নিয়ে সিরিজে রান সংগ্রহে ওপরে তারা। দুই ফিফটিতে উপুল থারাঙ্গা করেছেন ২২০ রান। ১৮৫, ১৭৮ ও ১২৭ রান নিয়ে পরের তিনটি স্থানে যথাক্রমে জিম্বাবুইয়ের হ্যামিল্টন মাসাকাদজা, সুলেমান মিরেই ও শন উইলিয়ামস। বোলিংয়ে লড়াইটা হতে পারে ৮ উইকেট নেয়া ওয়ারিন্দু হাসারাঙ্গা ও ৫ শিকারি তেন্দাই চাতারার মধ্যে। অসেলা গুনারতেœ আর ওয়ালারও চমৎকার করছেন। ফয়সালার লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে তাই আগ্রহের কমতি নেই।
×