ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘এসডিজির ১৬৯ টার্গেটের মধ্যে ১৫২টিই মানবাধিকার সম্পর্কিত’

প্রকাশিত: ০৮:০৫, ৯ জুলাই ২০১৭

‘এসডিজির ১৬৯ টার্গেটের মধ্যে ১৫২টিই মানবাধিকার সম্পর্কিত’

স্টাফ রিপোর্টার ॥ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সরকার ও বেসরকারী খাতের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে মানবাধিকারের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এসডিজির ১৬৯টি টার্গেটের মধ্যে ১৫২টিই মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই এসডিজি অর্জনে মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য ও মানবাধিকার’ র্শীষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন ও ইংরেজী দৈনিক দ্য ডেইলি সান যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা কমিশনের সদস্য ড. সামসুল আলম, মানবাধিকার কশিনের সদস্য মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, ইউনাটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদুল হক, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী এবং নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান প্রমুখ।
×