ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আর্থিক ক্ষতিতে তোশিবা

প্রকাশিত: ০৬:৪৪, ৮ জুলাই ২০১৭

আর্থিক ক্ষতিতে তোশিবা

মাইক্রোচিপ ইউনিট বিক্রি করে দিচ্ছে তোশিবা করপোরেশন। শুরু থেকেই ইউনিটটি ক্রয়ের চেষ্টা করছে প্রতিষ্ঠানটির অংশীদার ওয়েস্টার্ন ডিজিটাল। শুরুতে তোশিবার এ চিপ ইউনিট ক্রয়ের জন্য ওয়েস্টার্ন ডিজিটাল যে দাম প্রস্তাব করেছিল, তাতে সন্তুষ্ট ছিল না তোশিবা। কিন্তু সম্প্রতি ইউনিটটি ক্রয়ে আরও বেশি অর্থ ব্যয় করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ দাম তোশিবার কাক্সিক্ষত দামকেও ছাড়িয়ে যেতে পারে। খবর রয়টার্স। এ চিপ নির্মাণকারী ইউনিটে জাপান সরকারের অর্থসহায়তা রয়েছে। যুক্তরাষ্ট্রে একটি নিউক্লিয়ার প্লান্ট নির্মাণকে কেন্দ্র করে তোশিবা আর্থিক ক্ষতির মুখে পড়ে। সে লোকসান কাটিয়ে উঠতেই প্রতিষ্ঠানটি তাদের লাভজনক এ ইউনিট বিক্রি করে দিতে চাইছে। এক্ষেত্রে শুরুতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদার ওয়েস্টার্ন ডিজিটাল আগ্রহ দেখায়। তবে যুক্তরাষ্ট্রের ওই কোম্পানি চিপ ইউনিটের বিনিময়ে অন্য আগ্রহী ক্রেতাদের চেয়ে কম মূল্য পরিশোধের কথা জানায়। এ পরিপ্রেক্ষিতে সে সময় তোশিবা ওয়েস্টার্ন ডিজিটালের কাছে এ ইউনিট বিক্রিতে অসম্মত হয়। তবে ক্রমেই অন্য ক্রেতাদের সঙ্গে আলোচনা অগ্রসর হওয়ার পরিপ্রেক্ষিতে ওয়েস্টার্ন ডিজিটাল ইউনিটটির বিপরীতে তাদের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে যুক্তরাষ্ট্রের এ গ্রুপ ওই চিপ ইউনিটের দাম হিসেবে ২ লাখ কোটি ইয়েন (১ হাজার ৮২০ কোটি ডলার প্রায়) প্রস্তাব করবে বলে জানা গেছে, যা তোশিবার কাক্সিক্ষত দামের চেয়েও বেশি। প্রসঙ্গত, তোশিবা এ ইউনিট ১ হাজার ৮০০ কোটি ডলারে বিক্রি করতে চাইছে। এ ইউনিট বিক্রয়কে কেন্দ্র করে কিছুদিন আগে তোশিবার অংশীদার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটালের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। ওয়েস্টার্ন ডিজিটাল, এমনকি এ ইউনিট যাতে বিক্রি না হয়, সে চেষ্টাও করেছিল। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরেক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম লিমিটেড এ চিপ ইউনিট ক্রয়ে আগ্রহ দেখালে পরিস্থিতির বদল ঘটে। সূত্র : রয়টার্স
×