ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ছাত্রদল নেতাকে ফিরে পেতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৯, ৬ জুলাই ২০১৭

নরসিংদীতে ছাত্রদল নেতাকে ফিরে পেতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ গুম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদকে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পারিবার ও এলাকাবাসী। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাহিদের পরিবারবর্গ, আত্মীয়স্বজন, দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহি, নিখোঁজ ছাত্রনেতা নাহিদের মা সাজেদা বেগম, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পৌর কাউন্সিলর রুকনুজ্জামান, বিএনপি নেতা হারুন অর রশিদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস মোঃ ইলিয়াছ প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ গুম হওয়ার একমাস পার হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। আমরা প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন। নতুবা আমাদের নাহিদের খোঁজ দিন। যদি সে কোন অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করুন। গত ৮ জুন গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তিনটি গাড়িতে করে নিজ বাড়ি শহরের নাগরিয়াকান্দি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সিদ্দিকুর রহমান নাহিদকে। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ১৬ আগস্ট স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। বুধবার আদালতে সকল আসামি হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেননি। আদালত আগামী ১৬ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ ৩২ আসামি রয়েছেন। এর মধ্যে ১০ জন জামিনে, ১২ জন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন। গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গী সন্ধানে অভিযান ॥ আটক ১ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ জুলাই ॥ জঙ্গীদের অপতৎপরতা ও গোপন আস্তানার সন্ধানে ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে বুধবার যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। সকাল ৬টা থেকে শুরু করে বেলা ১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা পরিচালিত ব্লক রেইড অভিযানে সন্দেহভাজন শুকুর আলী ডাকাতকে চর সিদাই থেকে আটক করা হয়েছে। সে ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে জেলা কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের ৬০ সদস্য অংশ নেয়।
×