ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিনামূল্যের কৃষিযন্ত্রে উৎকোচ ॥ ৩০ হাজার টাকা ফেরত

প্রকাশিত: ০৪:১৪, ৬ জুলাই ২০১৭

বিনামূল্যের কৃষিযন্ত্রে উৎকোচ ॥ ৩০ হাজার টাকা ফেরত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ জুলাই ॥ ধামইরহাটে সরকারীভাবে বরাদ্দকৃত বিনামূল্যের পাওয়ার টিলার বিতরণে উৎকোচ গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে দেনদরবারের মাধ্যমে গৃহীত উৎকোচের ৩০ হাজার টাকা ফেরত দেয়া হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগে জানা গেছে, বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা তহবিল (পার্বত্য চট্টগ্রাম ছাড়া) হতে ধামইরহাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে আদিবাসী কৃষকদের জমি চাষের জন্য ৩টি পাওয়ার টিলার বরাদ্দ করা হয়। গত ২৫ জুন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপির উপস্থিতিতে এসব পাওয়ার টিলার বিতরণ করা হয়। আগ্রাদ্বিগুন ইউনিয়নের কুমরইল গ্রামের দিনা লিন্ডা, বিঞ্চু টপ্য, খেলনা ইউনিয়নের কুরশীদ পাহান, নিমাই মুরমু ও আলমপুর ইউনিয়নের সাবের মুরমু এ পাঁচজনের নামে একটি পাওয়ার টিলার বরাদ্দ করা হয়। গত ২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিনা লিন্ডার লিখিত অভিযোগে জানা গেছে, বিনামূল্যের পাওয়ার টিলারটি তার নামে বরাদ্দ নিতে হলে উপজেলা আদিবাসী সমবায় সমিতির সভাপতি ঈশ্বর মার্ডী ও সম্পাদক বিশ্বনাথ টুডুকে ৪২ হাজার টাকা উৎকোচ দিতে হবে। সেই মোতাবেক দিনা লিন্ডা ঈশ্বর মার্ডীকে ৩০ হাজার টাকা প্রদান করে এবং বাকি টাকা পরে দেয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তী সময়ে দিনা লিন্ডা জানতে পারেন, আদিবাসী কৃষকদের জন্য সরকার বিনামূল্যে এ পাওয়ার টিলার দিয়েছেন। তখন তিনি উৎকোচের টাকা ফেরত চেয়ে ওই কমিটির সভাপতি ও ধামইরহাটের ইউএনও বরাবর অভিযোগ করেন। এ ব্যাপারে ঈশ্বর মার্ডী টাকা গ্রহণের কথা স্বীকার করে বলেন, খরচের জন্য তিনি টাকা নিয়েছিলেন। খরচ না লাগলে ফেরত দেয়া হবে মর্মে টাকা গ্রহণ করেছিলাম। উপজেলা নির্র্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া বলেন, অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষ এবং আদিবাসী নেতৃবৃন্দকে নিয়ে তার কার্যালয়ে বুধবার দুপুরে বৈঠকে বসেন। বৈঠকে আদিবাসী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ প্রভাষক এসসি আলবার্ট সরেন, রামজনম রবিদাস, চুরকা মারান্ডী, রবি কিস্কু, নগেন মুরমু, ধিরেন হাঁসদা, কুরশীদ পাহান, সেবেস্তিয়ান হেমরম, জ্যোষ্টি বারোয়ার প্রমুখ। বৈঠকে উভরপক্ষের মাঝে লিখিত সিদ্ধান্ত মোতাবেক ঈশ্বর মার্ডী উৎকোচের ৩০ হাজার টাকা দিনা লিন্ডার হাতে ফেরত দেন এবং ভবিষ্যতে আর এ ধরনের কাজ হবে না মর্মে অঙ্গীকার করেন।
×