ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টাইন অধিনায়কের বিয়েতে খরচ হয়েছে ২.৫ বিলিয়ন ডলার, এ্যাস্টনভিলায় নাম লেখালেন সাবেক ইংল্যান্ড ও চেলসি অধিনায়ক জন টেরি

হানিমুন শেষে নতুন চুক্তি মেসির

প্রকাশিত: ০৬:৫২, ৫ জুলাই ২০১৭

হানিমুন শেষে নতুন চুক্তি মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ আগে থেকেই জানা ছিল বিষয়টা। বিয়ের পর বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করবেন সুপারস্টার লিওনেল মেসি। অবশেষে সেটাই হতে চলেছে। চলতি মাসের মাঝামাঝিতে মধুচন্দ্রিমা শেষে ফিরে এসেই কাতালানদের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্লাব সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ছিল হানিমুনের পালা। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছিল, বিয়ের পর বার্সিলোনা ঘুরে হনিমুনে যাবেন মেসি। কিন্তু বাস্তবে ঘটল উল্টো। বিয়ের পরই পরিকল্পনা বদলে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সদ্য বিবাহিত বউ এ্যান্টোনেল্লা রোকুজ্জোকে নিয়ে সোজা চলে গেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। এ্যান্টিগা আর বার্বাডোজে চলছে হানিমুন। সঙ্গী আছে দুই ছেলে থিয়াগো আর মাতেও। কথা ছিল এই সপ্তাহে সপরিবারে বার্সিলোনায় যাবেন মেসি। কিন্তু সেটা বদলে পরিকল্পনা করেছেন ১২ জুলাইয়ের আশেপাশে ফিরবেন বার্সায়। তারপর ন্যুক্যাম্পের দলটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আগাবেন। যে চুক্তিটা সেরে হানিমুনে যাওয়ার কথা ছিল বলেই এখন কথা উঠছে। মেসি আগে হনিমুনে গেলেন নাকি পরে তা নিয়ে আগ্রহ হয়তো আছে। তবে তেমন মারাত্মক কিছু হওয়ার ছিল না বিষয়টি নিয়ে। এখন দেখা যাচ্ছে বিপরীত ছবিই। চুক্তির ব্যাপারটা আলোচনায় যুক্ত হওয়াতেই হয়তো বিষয়টি নিয়ে আগ্রহ বেড়েছে সকলের। তাই ভেতরের খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। মেসি মধুচন্দ্রিমা সেরে ফিরেই বার্সার সঙ্গে নতুন চুক্তি করবেন। আগামী ১২ জুলাই মেডিক্যাল পরীক্ষার জন্য বার্সার ফুটবলারদের এক হওয়ার কথা। ওইদিনই বার্সা তারকার ক্লাবের প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে সান্ট হেয়ান ডেস্পিতে অনুশীলন মাঠে মেডিক্যাল পরীক্ষা দেয়ার কথা আছে। ২০১৮ সালেই পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ীর সাথে চুক্তি শেষ হয়ে যাবে বার্সিলোনার সঙ্গে। এখন চুক্তি নবায়নের বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। ২০২১ সাল পর্যন্ত হতে পারে এই চুক্তি। গত তিন গ্রীষ্মে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও কোপা আমেরিকা শতবর্ষী টুর্নামেন্টের কারণে কোন ধরনের ছুটি পাননি মেসি। ২০০৪ সালে বার্সিলোনার জার্সি গায়ে মূল দলে অভিষেক হয় মেসির। তখন থেকে এ পর্যন্ত কাতালান জায়ান্টদের হয়ে ৩০টি শিরোপা জিতেছেন, করেছেন ৫০০’র বেশি গোল। নতুন এই চুক্তির মাধ্যমেই ক্যাম্প ন্যু থেকে তিনি অবসরে যাবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে মেসির বিয়ের পর চলছে বিভিন্ন ধরনের কথাবার্তা। যে বিয়েকে কেউ বলছেন বছরের সেরা। কেউ বলছেন শতাব্দীর সেরা। তবে জাঁকালো মেসির বিয়ের অনুষ্ঠানে কত খরচ হয়েছে জানেন? প্রায় ২.৫ বিলিয়ন ডলার। মেসি-রোকুজ্জোর বিবাহের পরিকল্পনায় ছিলেন মারিয়ানা ফিলিপ। তিনি জানিয়েছেন মেসির বিয়েতে সবমিলিয়ে ২.৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ফিলিপ জানান, খাওয়া-দাওয়া, অতিথি আপ্যায়ন, হোটেলে রুম ভাড়ার চেয়েও দামি ফুল দিয়ে বিবাহ বাসর সাজানো, উৎসবমুখর পরিবেশ, চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং ইন্টেরিয়র ডেকরেশনের কারণে এত ব্যয় হয়েছে। এসব কারণেই মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। ক্লাব ফুটবলের মধ্যবর্তী দলবদল চলছে। এই ডামাডোলের মধ্যে এ্যাস্টনভিলার সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চেলসিতে দীর্ঘ সময় নেতৃত্ব দেয়া সাবেক ইংলিশ তারকা জন টেরি। গত মৌসুম পর্যন্ত চেলসিতে কাটানো ৩৬ বছর বয়সী এই আইকন প্রিমিয়ার লীগের বর্তমান শিরোপাসহ মোট ২২টি ট্রফি জয় করার পর সেখান থেকে বিদায় নিলেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, টেরি চীনা ব্যবসায়ীর মালিকানাধীন ভিলায় ৬০ হাজার পাউন্ড বেতনে যোগ দিতে রাজি হয়েছেন। নিজেদের জার্সি পরিহিত টেরির একটি ছবি প্রকাশ করে ভিলা তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে, ‘স্বাগতম জন টেরি। টেরি আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।’ চেলসির হয়ে সর্বশেষ ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে খেলেছেন, নিজের জার্সি নম্বরের সমান ২৬ মিনিট। ভিলায় যোগ দেয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে টেরি বলেন, এ্যাস্টন ভিলায় যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এটি এমনই এক ক্লাব, যারা আমাকে ভালবেসে বছরের পর বছর ধরে যোগ দেয়ার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। ভিলা পার্ক হচ্ছে এ দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামগুলোর একটি। যেখানে একদল ভাল খেলোয়াড় রয়েছে। ক্লাবটিতে আছেন অভিজ্ঞ ও সফল কোচ স্টিভ ব্রুস। ৩৬ বছর বয়সী এই সেন্টার ব্যাক বলেন, সেখানে গিয়ে খেলা শুরুর জন্য আমার তর সইছে না। এই মৌসুমে ক্লাবটিকে অসাধারণ কিছু অর্জনে আমি সহায়তা করতে চাই।
×