ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে প্রশ্ন উঠেছে

নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু কি গ্রেফতার?

প্রকাশিত: ০৫:৪৫, ৫ জুলাই ২০১৭

নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু কি গ্রেফতার?

শংকর কুমার দে ॥ এই সময়ের সবচেয়ে আলোচিত ও দুর্ধর্ষ জঙ্গী সংগঠন নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু কি গ্রেফতার? কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলার একটি ভাড়া করা বাড়ির জঙ্গী আস্তানা থেকে আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি বেগমসহ তিন নারী জঙ্গীকে গ্রেফতার করার পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তিন নারী জঙ্গীকে গ্রেফতারের সময়ে তাদের কাছে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও বিস্ফোরকদ্রব্য থাকার পরও তারা আত্মঘাতী হলো সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। জিজ্ঞাসাবাদ করা হয়েছে জঙ্গী আস্তানায় আইয়ুব বাচ্চুর অবস্থান সম্পর্কেও। কুষ্টিয়ার ভেড়ামারা জঙ্গী আস্তানায় পুলিশের অভিযানের পর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর বিষয়ে বক্তব্যেÑ এই প্রশ্নটি সামনে চলে আসছে। পুলিশের উচ্চ পর্যায় সূত্রে এ খবর জানা গেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক রবিবার পুলিশ সদর দফতরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বলেন, নব্য জেএমবির বর্তমান আমির (প্রধান) আইয়ুব বাচ্চু পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। তাকে যে কোন সময় গ্রেফতার করা হবে। এর আগের দিন শনিবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটপ্রধান মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জড়িত পলাতক পাঁচ জঙ্গীকে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে গ্রেফতার করা হবে। হলি আর্টিজান হামলার সঙ্গে পলাতক জঙ্গীদের যোগাযোগ ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তাদের নেটওয়ার্ক সম্পর্কে জানা গেছে। তিনি বলেছেন, নব্য জেএমবিপ্রধান আইয়ুব বাচ্চুকে ধরতে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের একটি টিম নাটোর যাওয়ার কথা ছিল। এরই মধ্যে কুষ্টিয়ার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ আরও কয়েকজনকে পাওয়া গেছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলার জঙ্গী আস্তানার ভাড়া করা বাড়ি থেকে গ্রেফতার সন্দেহভাজন ৩ নারী জঙ্গীকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি বেগম অন্যতম। তিথি বেগমকে রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার দুপুরে ভেড়ামারা থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি খাতুন ছাড়াও অপর দুইজন হচ্ছেনÑ সুমাইয়া ও টলি আরা বেগম। আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি খাতুন তার স্বামী নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তিন নারীই আত্মঘাতী জঙ্গী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও বিস্ফোরকদ্রব্য। আত্মঘাতী হওয়ার আগেই তিন নারী জঙ্গীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার জন্য যেই ৫ জঙ্গীকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে তার মধ্যে দুই-তিনজনকে গোয়েন্দা নজরদারিতে আনা হচ্ছে। এই ৫ জঙ্গী হচ্ছে সোহেল মাহফুজ, বাশারুল ওরফে চকলেট, রাশেদ, হাদিসুর রহমান সাগর ও ছোট মিজান। এই ৫ জঙ্গীর মধ্যে যে কোন সময়ে দু’একজন গ্রেফতার হতে পারে বলে এই কর্মকর্তার দাবি।
×