ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পায়ের রগ কেটে ইউপি সদস্যকে পুকুরে নিক্ষেপ

প্রকাশিত: ০৫:১২, ৪ জুলাই ২০১৭

পায়ের রগ কেটে ইউপি সদস্যকে পুকুরে নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ জুলাই ॥ রবিবার রাতে বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ জলিল রাঢ়ীকে পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে পায়ের রগ কেটে ও নির্দয়ভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা। জানা গেছে, কড়াইবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গত ১৬ এপ্রিল ইউপি নির্বাচনে মোঃ জলিল রাঢ়ী এক ভোটের ব্যবধানে প্রতিপক্ষ বাচ্চু হাওলাদারকে পরাজিত করে নির্বাচিত হয়। এ নির্বাচনী জের ধরে প্রতিপক্ষ বাচ্চু হাওলাদার ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ইউপি সদস্য জলিল রাঢ়ীকে কুপিয়েছে বলে অভিযোগ করা হয়। ইউপি সদস্যের নিউপাড়া বাজারে রুট-বালু ও সিমেন্টের দোকান রয়েছে। একই এলাকার দুলাল হাওলাদার ইউপি সদস্যের কাছ থেকে ৮০ হাজার টাকার রড-বালু ও সিমেন্ট বাকিতে নেয়। এক বছর ধরে দুলাল এ টাকা পরিশোধ করেনি। বরিবার সন্ধ্যা সাতটার দিকে জামাল মোল্লা ইউপি সদস্য জলিল রাঢ়ীকে দুলাল হাওলাদারের টাকা দেয়ার কথা বলে ফোন দেয়। ইউপি সদস্য একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে তার ভাগ্নে আবদুল মোতালেব শিকদারকে সঙ্গে নিয়ে তালতলী জামাল মোল্লার বাড়ির সামনে যায়। ওই বাড়ির সামনে গিয়ে তিনি (ইউপি সদস্য) জামাল মোল্লাকে ফোন দেয়। জামাল মোল্লা তাকে গ্রামীণ ব্যাংকের নিচে যেতে বলে। ইউপি সদস্য গ্রামীণ ব্যাংকের নিচে গেলে মোটরসাইকেলচালক হাসান মিয়া ও ভাগ্নে মোতালেবকে ইউপি সদস্যের সঙ্গে গোপন কথা রয়েছে বলে জামাল মোল্লা তাদের সরিয়ে দেয়। পরে জামাল মোল্লা, বাচ্চু হাওলাদার, শুক্কুর আলী, দুলাল হাওলাদার, আলী মিয়া ও রাজা মৃধাসহ ৮-১০ জন সন্ত্রাসী তাকে (ইউপি সদস্য) চেপে ধরে পার্শ্ববর্তী বটতলানামক নির্জন স্থানে নিয়ে যায়। ওইখানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের গোড়ালির ওপরের রগ কেটে, পায়ের পাতা, ডান পায়ের মধ্যমা আঙ্গুল ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। ইউপি সদস্য ও তার ভাগ্নের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঙ্কটজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন। সোমবার দুপুর ১২টায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×