ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লন্ডনে ফ্ল্যাটে আবার আগুন

প্রকাশিত: ০৭:৩৭, ৩ জুলাই ২০১৭

লন্ডনে ফ্ল্যাটে আবার আগুন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে রিজেন্টস ক্যানেলের কাছে একটি ফ্ল্যাট ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে বহু মানুষ হতাহতের রেশ না কাটতেই লন্ডন ফায়ার ব্রিগেড নতুন এ অগ্নিকাণ্ডের খবর দিয়েছে বলে জানায় ‘দ্য ইনডিপেনডেন্ট’। ওয়েনিংটন রোডের বো উর্ফ এলাকায় অবস্থিত ওই ভবনটিতে রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে আগুন লাগে বলে জানান লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। খবর ওয়েবসাইটের। ১৪টি ফায়ার ইঞ্জিন এবং অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ৮০ জন কর্মীর চেষ্টায় দুপুর দুটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনের পাশের রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। দুপুরনাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও বিকেল পর্যন্ত অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা সেখানে কাজ করেছেন। কি কারণে আগুনের সূত্রপাত হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
×