ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ পাঁচজন

প্রকাশিত: ০৬:০১, ৩ জুলাই ২০১৭

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ পাঁচজন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে তাবা টেলিকম এ্যান্ড ইলেক্ট্রনিক্স নামের একটি দোকানে এসির কম্প্রেসার বিস্ফোরণে দোকান মালিকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। দগ্ধরা হলেনÑ দোকান মালিক মামুনুর রশিদ (৫০), কর্মচারী জাকির হোসেন (৩০), শামীম (৩২), মাসুম (৩০) ও দোকানে আসা ক্রেতা আবুল কাসেম (৬৫)। ঢাকা মেডিক্যাল কলেজের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। দোকান মালিক মামুনের শরীরের ১৮ ভাগ, কর্মচারী জাকিরের ২৫ ভাগ, শামীমের ২৮ ভাগ, মাসুমের ৫০ ভাগ ও ক্রেতা আবুল কাসেমের শরীরের ১৬ ভাগ দগ্ধ হয়েছে। এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ফায়ার ইউনিট পৌঁছার পরপরই আগুন নিভে যায়। পরকীয়ার জেরে তরুণকে কুপিয়ে আহত উত্তরাতে এম আর সাঞ্জু (৩৪) নামে এক তরুণকে কুপিয়ে আহত করেছে তার প্রেমিকার স্বামী। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান জানান, সাঞ্জু নিজেও বিবাহিত। এরপরও তিনি অন্য এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছিলেন। কয়েকদিন আগে সাঞ্জু অসুস্থ হয়ে লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ সময় তার প্রেমিকা তাকে হাসপাতালে দেখতে আসেন। রবিবার সকালেও তার প্রেমিকা হাসপাতালে আসেন। ওই প্রেমিকার স্বামী এটা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে এসে সাঞ্জুকে কুপিয়ে আহত করেন। পরে সাঞ্জুকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালজুড়ে দেখা দেয় কৌতূহল। অন্য রোগীরা পরকীয়া প্রেমে জড়িত রোগীদের চিকিৎসা না করার জন্য আবদার করেন। বাস খাদে, আহত ২০ রাজধানীর রামপুরা আমুলিয়া সড়কে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে অছিম পরিবহন। এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে দক্ষিণ বনশ্রীর আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরা-আমুলিয়া সড়ক হয়ে ডেমরা রুটে চলাচল করে অছিম পরিবহন। বাসটি সাড়ে ৪টার দিকে আমুলিয়ার মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ১৫-২০ জনকে আহতাবস্থায় উদ্ধার তরে আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×