ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিহত এসি রবিউলের স্ত্রীকে জাবিতে চাকরি দেয়া হবে ॥ ভিসি

প্রকাশিত: ০৫:৪৫, ২ জুলাই ২০১৭

নিহত এসি রবিউলের স্ত্রীকে জাবিতে চাকরি দেয়া  হবে ॥ ভিসি

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় নিহত শহীদ এসি রবিউল করিমের স্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে চাকরি দেয়া হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গীদের নারকীয় হামলার এক বছর পূর্তি হয়েছে শনিবার। বাঙালীর ইতিহাসে কুখ্যাত এই হামলার ঘটনাকে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জঙ্গী হামলায় যারা শহীদ হয়েছেন এবং জঙ্গী প্রতিরোধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। বিশেষত ওই হামলা প্রতিরোধ করতে গিয়ে নিহত পুলিশ বিভাগের অকুতোভয় সহকারী কমিশনার (এসি), জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রবিউল করিমের প্রতি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তার পরিবারের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এসি রবিউল করিমের স্ত্রীকে বিশ^বিদ্যালয়ে চাকরি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিবৃতিতে বলেন, হলি আর্টিজানের হামলা ছিল বাংলাদেশের ওপর বড় আঘাত। এই আঘাতে বাঙালী ’৭১-এর চেতনায় উজ্জ্বীবিত হয়ে আবারও একতাবদ্ধ হয়েছে। সঙ্কটে বাঙালী ঐক্যবদ্ধ হওয়ার নজির পুনর্¯’াপন করেছে। জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। সন্ত্রাসী ও জঙ্গীবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে সকলে শামিল হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং জাতি হিসেবে বাঙালী রাজনৈতিক এবং সামাজিকভাবে জঙ্গীবাদকে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য বিবৃতিতে আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ^বিদ্যালয়ের প্রচলিত রীতি অনুসরণ করে বিশ^বিদ্যালয় প্রশাসন নিহত এসি রবিউল করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শীঘ্রই এসি রবিউল করিমের স্ত্রীকে বিশ^বিদ্যালয়ে নিয়োগ দেয়া হবে। উপাচার্য জঙ্গী হামলার ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের আত্মার শান্তি কামনা করেন।
×