ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কারবারকে বিদায় করে নাম প্রত্যাহার কন্টার

প্রকাশিত: ০৬:১৭, ১ জুলাই ২০১৭

কারবারকে বিদায় করে নাম প্রত্যাহার কন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনেরই প্রস্তুত মঞ্চ ইস্টবোর্ন। কিন্তু এই টুর্নামেন্টে নিজেদের পরখ করে নেয়ার সুযোগটা ভালভাবে কাজে লাগাতে পারলেন না এ্যাঞ্জেলিক কারবার এবং সিমোনা হ্যালেপ। মহিলা এককের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন এই দুই তারকা খেলোয়াড়। তবে ফেবারিটদের মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছেন চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিন পিসকোভা এবং ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের জোহানা কন্টার কাছে হার মানেন জার্মান টেনিসের প্রতিভাবান তারকা এ্যাঞ্জেলিক কারবার। টুর্নামেন্টের পঞ্চম বাছাই কন্টা এদিন ৬-৩ এবং ৬-৪ গেমে খুব সহজেই কারবারকে পরাজিত করে শেষ চারের টিকেট নিশ্চিত করেন। তবে হারের পর উইম্বলডনের বাজে পরিবেশকেই দায়ী করলেন কারবার। যেখানে বেশ কয়েকটি ম্যাচেই হানা দেয় বৃষ্টি। কখনও কখনও ঠা-া পরিবেশ এমনকি পিচ্ছিল কোর্টের মধ্যেও খেলতে হয়েছে তাদের। তারপরও কন্টার কাছে হেরে খুব একটা হতাশ নন কারবার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানকার পরিবেশ খুব কঠিন ছিল। বিশেষ করে শেষদিনের কথা তো আলাদা করেই বলতে হয়। এদিনের পুরোটা সময়ই আমরা অপেক্ষা করেছি এবং কোর্টের মধ্যে হেঁটেছি। এছাড়া শেষ মুহূর্তে তো কোর্ট পিচ্ছিল হয়ে পড়ছিল। তারপরও খুব ভাল লাগছে। উইম্বলডনের আগে এখানে তিনটি ম্যাচ খেলেছি। এটাই ছিল আমার মূল লক্ষ্য।’ কারবারের মতো হারের লজ্জা পেয়েছেন সিমোনা হ্যালেপও। আর এটাই হয়তো জার্মান তারকাকে স্বস্তি দিচ্ছে। কেননা রোমানিয়ান তারকা সেমিফাইনালে উঠলেই কারবারের কাছ থেকে শীর্ষস্থান দখল করে নিতেন। কিন্তু পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা সিমোনা হ্যালেপ। যদিওবা লড়াই করেই টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। ষষ্ঠ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিলেন হ্যালেপ। ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। তবে পরের দুই সেটে ওজনিয়াকির বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি হ্যালেপ। কারণ শেষ দুই সেটে দুর্দান্ত টেনিস খেলেন ওজনিয়াকি। তাই ৬-৪ ও ৬-১ গেমে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে সেমিফাইনালে ওঠেন ওজনিয়াকি। ড্যানিশ টেনিস তারকার কাছে হেরে সিমোনা হ্যালেপ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা ছিল কঠিন একটা ম্যাচ। শুরুতে আমিই এগিয়ে ছিলাম। তবে আমি মনে করি খুব ভাল পারফর্ম করেছি কিন্তু তৃতীয় সেট খেলার সময় যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম।’ টুর্নামেন্টের দুই শীর্ষ বাছাই বিদায় নিলেও সেমিফাইনালে উঠেছেন পিসকোভা। সপ্তম বাছাই রাশিয়ার সভেতলনা কুজনেতসোভার বিপক্ষে জয় পান তিনি। ম্যাচের ফলাফল ছিল ৬-৭ (৭/৯), ৬-২ এবং ৬-৪। ইস্টবোর্ন টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে পিসকোভার প্রতিপক্ষ ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা জোহানা কন্টা। এ্যাঞ্জেলিক কারবারের আগে যিনি সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন জয়ী লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোকেও বিদায় করেছেন। কিন্তু দুর্ভাগ্য ব্রিটিশ তারকার। ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। যে কারণে ফাইনালে জায়গা করে নেন ক্যারোলিনা পিসকোভা। তবে অন্য সেমিফাইনালে ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকির প্রতিপক্ষ জোহানা কন্টারই স্বদেশী হেথার ওয়াটসন। গ্রেট ব্রিটেনের এই তারকা কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ে ৬-১, ১-৬ এবং ৬-৪ সেটে পরাজিত করেছেন চেকপ্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভাকে।
×