ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রস্তাবিত বাজেট সবচেয়ে নিকৃষ্ট ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:১৩, ২৯ জুন ২০১৭

প্রস্তাবিত বাজেট সবচেয়ে নিকৃষ্ট ॥ এরশাদ

সংসদ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটকে সবচেয়ে ‘নিকৃষ্ট বাজেট’ আখ্যায়িত করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে তার জীবনের শ্রেষ্ঠ বাজেট বললেও এটি জনগণের কাছে সবচয়ে নিকৃষ্ট বাজেট। ব্যবসায়ী সংগঠনগুলো বলেছে এটি দুঃসহ বাজেট। শ্রমজীবী মানুষ এই বাজেট নিয়ে আতঙ্কে আছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর আলোচনার সমাপনী দিনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদও সমাপনী আলোচনায় অংশ নেন। বাজেট ঘাটতি প্রসঙ্গে এরশাদ বলেন, প্রস্তাবিত বাজেটের ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। গত বছর অর্থমন্ত্রী এই ঘাটতির ৬৫ ভাগ পূরণ করতে পেরেছেন। এবারের বাজেটের পুরো ঘাটতি পূরণ করতে পারবেন না। অর্থমন্ত্রী অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে বাজেট দিয়েছেন। প্রবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রী নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছেন ৭.৪ শতাংশ। এই প্রবৃদ্ধি অর্জন করতে হলে বেসরকারী খাতে ৬৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে। আর সরকারী খাতে বিনিয়োগ করতে হবে ৫০ হাজার কোটি টাকা। কিন্তু বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানের কোন হিসাব দেখছি না। অর্থমন্ত্রী বিনিয়োগ ছাড়া এই প্রবৃদ্ধি অর্জন করবেন কি করে? মানি মার্কেটের অবস্থা তুলে ধরে তিনি বলেন, মানি মার্কেট থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সীমাহীন লুটপাট হয়েছে ব্যাংকিং খাত থেকে। কিন্তু অর্থমন্ত্রী এ বিষয়ে কিছু বলেননি। বেসিক ব্যাংকের অবস্থা খুব খারাপ। কারা এই ব্যাংক লুটপাট করেছেন তাদের নাম প্রকাশ করুন। তিনি রংপুরে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে বলেন, দেশের চিকিৎসকদের ওপর আস্থা না থাকার কারণে বৃহৎ অংশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে। কারণ দেশের অনেকেই শুধু কমিশন খাওয়ার জন্য ইচ্ছেমতো টেস্ট দেন। দেশের গরিব মানুষ কোথায় যাবে? অর্থমন্ত্রী হঠাৎই রেগে ওঠেন, তার মেডিটেশন করা উচিত। মানুষ স্বাস্থ্যের কারণে ব্যায়াম করে, তার ওপর কর বসাচ্ছেন কেন? হঠাৎই খাদ্যের মূল্য বৃদ্ধি পেল কেন সে ব্যাপারে সঠিক তথ্য দেশবাসীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, চালের মূল্য ৫০ টাকা হয়ে গেল। গরিব মানুষ খুব অসহায়। দ্রুত চাল আমদানি করে বাজার স্থিতিশীল করতে হবে। কঠোর বেকারত্ব চলছে। একজন কনস্টেবলের চাকরি নিতে ৫ লাখ, শিক্ষক নিয়োগে ১০ লাখ টাকা দিতে হচ্ছে। এটা ভীষণ লজ্জার। বিমানের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানেও নাটবল্ট খোলা পাওয়া যায়। এ কারণে গত ২৫ বছর ধরে বাংলাদেশ বিমানে চড়ি না। এ বিষয়ে অধিক নজর দেয়া উচিত। তিনি রংপুরে শিক্ষা বোর্ড, রংপুর মেডিক্যালকে বিশ্ববিদ্যালয়ে পরিণত এবং হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি জানান। দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ॥ রওশন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ আলোচনায় অংশ নিয়ে বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট দিয়ে জাতিকে আলোর পথ দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বাজেট বাস্তবায়নের গতি না বাড়ানো হলে কাক্সিক্ষত উদ্দেশ্য সফলতা আসবে না। এত মন্থর গতিতে চললে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারব না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে অবশ্যই বিশাল বাজেট দিতে হবে। এবারই প্রথম সংসদে সত্যিকারের মতো বাজেটের ওপর প্রাণবন্ত আলোচনা হয়েছে। অতীতে তা কখনই হয়নি। পাহাড় ধসের কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, কারা পাহাড় ধ্বংস করেছে, মানুষের জীবন নিয়ে খেলছে তাদের খুঁজে বের করতে হবে। শিক্ষার মানোন্নয়নের দাবি জানিয়ে তিনি বলেন, স্কুল-কলেজ বাড়ালেই চলবে না, শিক্ষার মান বাড়াতে হবে। কোচিংব্যবসা বন্ধ করতে হবে। নোট বই নিষিদ্ধ করতে হবে। নতুন প্রজন্ম সারারাত জেগে ইউটিউব, ফেসবুক দেখছে। ঘুম থেকে উঠছে দুপুর ১২টায়; যা নতুন প্রজন্মের জন্য বিপদ ডেকে আনছে। সৌদি আরব, চীনসহ বিভিন্ন দেশে এটা বন্ধ আছে। বাংলাদেশেও রাত ১১টার পর এটা বন্ধ করতে হবে।
×