ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দেশের কোথাও যানজট নেই ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৬:১২, ২৪ জুন ২০১৭

দেশের কোথাও যানজট নেই ॥ সেতুমন্ত্রী

বিডিনিউজ ॥ এবারের ঈদযাত্রা বিগত কয়েক বছরের চেয়ে স্বস্তিদায়ক হচ্ছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাড়ির চাপে মহাসড়কগুলোতে চলাচল ধীরগতিতে হলেও কোথাও যানজট নেই। ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে মহাসড়কে ধীরগতি এবং ঢাকা-চট্টগ্রাম রুটের মেঘনা সেতুতে বৃহস্পতিবার কয়েক ঘণ্টার যানজটের খবর এলেও শুক্রবার বিকেলে মন্ত্রী বলেছেন, “এ মুহূর্তে ( বিকেল পাঁচটা) দেশের কোথাও যানজট নেই, দুই একটা জায়গায় ধীরগতি আছে আবার পূর্ণ গতিও পাচ্ছে। কোথাও গাড়ি থেমে নেই, কোথাও যানজট নেই।” আগামী দুই-একদিন বৃষ্টি না হলে এবার ঈদে ঘরমুখো যাত্রায় তেমন কোন সমস্যা হবে না বলে মনে করছেন মন্ত্রী। বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। টার্মিনাল পরিদর্শনের সময় বিকেল তিনটা নির্ধারিত থাকলেও প্রায় দেড় ঘণ্টা পর উপস্থিত হন ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এবারকার ঈদে ঘরমুখো যাত্রা অন্যান্য কয়েকবারের চেয়ে অনেক ভাল এবং আমি বলব, স্বস্তিদায়ক। দিনরাত ২৪ ঘণ্টা তদারককারী সব সংস্থাসহ মলিক শ্রমিকরা কাজ করছে, সবার সম্মিলিত প্রয়াসে এবারের যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে।
×