ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরিশালে পুলিশের ওপর হামলা ॥ আসামি ছিনতাই

প্রকাশিত: ০৬:৩৯, ২১ জুন ২০১৭

বরিশালে পুলিশের ওপর হামলা ॥ আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে দারোগাসহ তিন পুলিশ সদস্যকে আহত করে ইয়াবাসহ আটককৃত এক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে মাদক সেবীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার রতনপুর গ্রামে। সংশ্লিষ্ট থানা পুলিশ হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কাজীরহাট থানায় পৃথক আইনে দুটি মামলা দায়ের করে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। হামলায় আহত কাজীরহাট থানার সহকারী উপ-পরিদর্শক হারুন, কনস্টেবল মহিউদ্দিন ও ফজলুল হককে শেবাচিম হাসপাতলে চিকিৎসা দেয়া হয়েছে। কাজিরহাট থানার ওসি মাসুম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাতে উপজেলার রতনপুর গ্রাম থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি লিমন বাবুকে ইয়াবাসহ আটক করে রতনপুর ফাঁড়ির ইনচার্জ হারুন এবং কনস্টেবল মহিউদ্দিন ও ফজলুল হক। নাটোর পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ জুন ॥ ২০১৭-১৮ অর্থবছরে নাটোর পৌরসভার ৬৫ কোটি ৬৯ লাখ ৬২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি। এ সময় বাজেট অনুষ্ঠানে মেয়র বলেন, বর্তমান পরিষদের দ্বিতীয় বাজেট অধিবেশন পেশ হলো। বাজেট অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরেন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মির্জা সালাহ উদ্দিন, প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম, নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, কাউন্সিলর নান্নু শেখ। সাতক্ষীরায় অস্ত্রসহ তিন বনদস্যু আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের সাপখালী খাল ও শ্যানগরের গাবুরা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক বনদুস্যরা হলোÑ আবুল হাসান, জালাল হোসেন ও মফিজুল ইসলাম নান্নু।
×