ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে রাস্তা নিয়ে সংঘর্ষ ॥ গৃহবধূসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:০৮, ১৭ জুন ২০১৭

ময়মনসিংহে রাস্তা নিয়ে সংঘর্ষ ॥ গৃহবধূসহ নিহত দুই

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সদর উপজেলার চরসিরতা গ্রামে শুক্রবার সকালে রাস্তার জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গৃহবধূ সাথী (৩৫) ও দেলোয়ার (৪০) নামে দুই জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ হত্যাকা- ও সংঘর্ষে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, এলাকায় রাস্তার জায়গা নিয়ে চরসিরতা গ্রামের হেলাল ও হাফিজের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুইপক্ষ দা বল্লম ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩০ মিনিটের এ সংঘর্ষে গৃহবধূ সাথী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর দেলোয়ার নামে আরও একজন মারা যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। রূপগঞ্জে মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৬ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবাসহ রাসেল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তারাব উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, রাসেল মিয়া নিজ এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে সংবাদ ছিল। পঞ্চগড়ে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ট্রাক চাপায় আসাদুর রহমান সরকার নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহরের লিচুতলা এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে অগ্রণী ব্যাংক পঞ্চগড় শাখার ২য় কর্মকর্তা আসাদ বাজার খরচ করে মোটরসাইকেলে ডোকরোপাড়ার বাসায় যাচ্ছিল। এ সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ট্রাকের চাপায় ওই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইলে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলায় শুক্রবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষে জাহানারা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। আর এ ঘটনায় তিনজন আহত হয়েছে। নিহত জাহানারা বেগম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরাশীপাড়া গ্রামের লোকমানের স্ত্রী। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কে কালিহাতী উপজেলার চরভাবলা পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×