ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পাহাড় ধসে মৃত্যু এড়াতে সহায়তা করবে জাতিসংঘ

প্রকাশিত: ০৬:০০, ১৬ জুন ২০১৭

পাহাড় ধসে মৃত্যু এড়াতে সহায়তা করবে জাতিসংঘ

কূটনৈতিক রিপোর্টার ॥ পাহাড় ধসে মৃত্যু এড়াতে দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচী পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা দেবে জাতিসংঘ। এছাড়া চট্টগ্রামের ৫ জেলায় পাহাড় ধসের ঘটনায় জাতিসংঘের অধীনে বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই সহায়তা কার্যক্রমে নেমেছে। এদিকে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক ও কানাডার হাইকমিশনার বেনোট পিয়েরে লারামে। ঢাকার ব্রিটিশ হাইকমিশনার এক টুইট বার্তা ও কানাডার হাইকমিশন থেকে পাঠানো বার্তায় তারা এই শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ঢাকার জাতিসংঘ তথ্যকেন্দ্র হতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার মোট ৫ জেলায় পাহাড় ধসে ইতোমধ্যেই দেড় শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব মানুষের প্রাণহানির ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কয়েকদিন আগে মোরা ঘূর্ণিঝড়ের আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই চট্টগ্রামে এই দুর্যোগ দেখা দেয়। ভারি বৃষ্টিপাত ও পরিবেশগত বিপর্যয়ের কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে যোগ হয়েছে বনভূমি উজাড় ও জনসংখ্যা বৃদ্ধি। এসব মিলিয়েই এই দুর্যোগ ঘটেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করেছে। এছাড়া পাবর্ত্য চট্টগ্রাম এলাকায় জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন কর্মসূচীও চলমান রয়েছে। পাহাড় ধসে মৃত্যু এড়াতে দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচী পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা দেবে জাতিসংঘ। বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘ এ বিষয়ে দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে। পাহাড় ধসে নিহতের ঘটনায় ঢাকায় জাতিসংঘ আবাসিক অফিসের সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিন্স গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এই দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি জানিয়েছেন। এদিকে ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক এক টুইট বার্তায় বলেছেন, চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসে অনেক লোকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি গভীর শোকাহত। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে পাহাড় ধসে নিহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার পিয়েরে লারামে বলেন, চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসে মানুষের মৃত্যুও ঘটনায় আমি গভীর শোকাহত। এই ঘটনায় যাদের পরিবারের সদস্য মারা গেছেন, তাদের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে এই শোক যেন তারা কাটিয়ে উঠতে পারেন সে প্রত্যাশা করেন তিনি। উল্লেখ্য, টানা বর্ষণে চট্টগ্রাম পার্বত্য এলাকায় পাহাড় ধসে ঘটনা ঘটেছে। এতে ৪ সেনা সদস্যসহ এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক বাসস জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত এক শোকবার্তায় এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ‘আপনাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধসে এই প্রাণহানির ঘটনায় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন।’
×