ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ছাত্রলীগের সম্মেলন স্থগিত ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২১, ১৬ জুন ২০১৭

গাইবান্ধায় ছাত্রলীগের সম্মেলন স্থগিত ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ জুন ॥ গাইবান্ধা পৌর ছাত্রলীগের বৃহস্পতিবারের আহূত সম্মেলন ও কাউন্সিল জেলা কমিটি কর্তৃক আকস্মিকভাবে স্থগিত করায় পৌর ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে এবং ১নং ট্রাফিক মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। পরে দুটি গ্রুপ গাইবান্ধা প্রেসক্লাবে এসে পাল্টাপাল্টি প্রেসবিফ্রিং করে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের পক্ষে পৌর ছাত্রলীগের আহবায়ক মোঃ আরিফ হোসেন তুষারের নামে মাইকে প্রচার করে সম্মেলন ও কাউন্সিলটি স্থগিত করা হয়। ছাত্রলীগ পৌর কমিটির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে মেয়াদ উত্তীর্ণ জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্তির দাবিতে এবং বেআইনীভাবে উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। শহরের ১নং ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে এক সমাবেশ করে। এ সময় জেলা শহরের ব্যস্ততম এই সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা প্রেসক্লাবে এসে তাৎক্ষণিক এক প্রেস বিফ্রিংয়ে করে। সমাবেশ ও প্রেস বিফ্রিংয়ে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হাসান জীবন যুগ্ম আহ্বায়কের মধ্যে ফাহিম ইসলাম দীপ, বিশাল সরকার, পাভেল হাসান জনি এবং পৌরসভার নয় ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। এদিকে পৌর ছাত্রলীগের অপর একটি গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরে বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা প্রেসক্লাবে এসে পাল্টা প্রেস বিফ্রিং করে। বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, জাহেদ হাসান সুমন, সাজ্জাদ হোসেন শান্ত প্রমুখ। পেকুয়ায় পাহাড় কেটে শিবির নেতার স্থাপনা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ার শিলখালীতে শিবিরের এক নেতা পাহাড় কেটে মাটি এনে মাদ্রাসা ভবনের কাজ চালাচ্ছে বলে জানা গেছে। প্রকাশ্যে ভবন নির্মাণের কাজ চালালেও স্থানীয় প্রশাসন ওই শিবির নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। দেখা গেছে, শিলখালী-বারবাকিয়া সড়কের শিলখালী ইউনিয়ন পরিষদের সামান্য উত্তর পাশে ফসলি জমিতে পাহাড়ের মাটি দিয়ে ভরাট করে উঁচু করা হচ্ছে। আর রাস্তার পাশেই একটি নেমপ্লেট দিয়ে খোদাই করে উল্লেখ করা হয়েছে, শিলখালী আইডিয়েল ক্যাডেট মাদ্রাসার ভবন নির্মাণের কাজ উদ্বোধন। স্থানীয়রা জানান, ওই স্থানে ক্যাডেট মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে শিলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ের মাটি কেটে এনে সেখানে ভরাট করা হচ্ছে। পেকুয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও শিলখালী আলী চান মাতবর পাড়ার নুরুল আমিন চৌধুরীসহ কয়েকজন পাহাড়ের মাটি কেটে এনে ওই ক্যাডেট মাদ্রাসা ভবনের কাজ চালাচ্ছেন। নুরুল আমিন চৌধুরী ওই ক্যাডেট মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আর শিবির নেতা জয়নাল আবেদীন ওই মাদ্রাসার পরিচালক বলে স্থানীয়রা জানিয়েছেন। নির্মাণাধীন ওই মাদ্রাসার সভাপতি নুরুল আমিন চৌধুরী শিলখালী আলী চান মাতবর পাড়ার তার বাড়ির পূর্ব পাশের বন বিভাগের একটি রিজার্ভ পাহাড় কেটে একটি কনফেকশনারী ফেক্টরিও নির্মাণ করেছে।
×