ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডা. হারাধন দেবনাথ

ঘাড়ে ব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস

প্রকাশিত: ০৭:৩০, ১৩ জুন ২০১৭

ঘাড়ে ব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস

আমাদের মেরুদ-ে ৩৩টি হাড় আছে। এর মধ্যে ঘাড়ের বা সার্ভিকেল স্পাইন এর সংখ্যা ৭টি। সার্ভিক্যাল স্পাইন সাধারণত সড়ারষব হয়ে থাকে। অর্থাৎ সার্ভিক্যাল স্পাইন যে কোন দিকে সড়াব করতে পারে। যেমন- আমরা ঘাড় ও মাথা সামনে-পেছনে ও দুই পাশে বাঁকাতে পারি। অতিরিক্ত সড়াবসবহঃ : এর জন্য ঘাড়ের হাড় বা সার্ভিক্যাল স্পাইন এর ড়ংঃবৎড়ধৎঃযৎরঃরপ পযধহমব হয়ে থাকে। ৫০ বছরের বেশি মানুষের মধ্যে এই সমস্যা শতকরা ৫০ জনের হয়ে থাকে। আর এদের শতকরা ২০ জন রোগী ঘাড়ে ব্যথ্যা, হাতে ঝিন্ ঝিন্ করে বা হাত অবশ লাগে এবং এসব উপসর্গ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। মেরুদ-ের দুই হাড় বা কশেরুকার মাঝখানে যে নরম হাড় থাকে তার নাম ডিস্ক। বয়স বাড়লে ডিস্কের জলীয় অংশ শুকিয়ে যায়। এর ফলে ফরংপ পড়ষষধঢ়ংব হয়ে যায়। এর ফলে মেরুদ-ের জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্যালসিয়াম জমে কাঁটার মত ড়ংঃবড়ঢ়যুঃব জন্ম নেয়। এই ড়ংঃবড়ঢ়যুঃব স্পাইনাল কর্ড ও নার্ভ রুটকে চাপ দেয়। যার ফলে রোগীর নার্ভ রুট ও স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঘাড়ে ব্যথা হয় এবং এই ব্যথা বাহু, হাতে, আঙ্গুলে ছড়িয়ে পড়ে। হাত অবশ লাগে, কোন কিছু তুলতে গেলে হাত থেকে পড়ে যায়। অনেক সময় হাত-পা প্যারালাইসিস হয়। হাতের মাংসপেশী শুকিয়ে যায়। অনেক দেরি হলে প্রশ্রাব-পায়খানা বন্ধ হয়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে ঁহপড়হঃৎড়ষষবফ প্রসাব-পায়খানা ঝড়ে যায়। ঘাড়ের এক্সরে করলে সার্ভিকেল স্পন্ডাইলোসিস বা ড়ংঃবড়ঢ়যুঃব বোঝা যায়। তাছাড়া গজও ড়ভ ঈবৎারপধষ ঝঢ়রহব করলে রোগ নিশ্চিতভাবে নির্ণয় করা যায়। এ রোগের প্রাথমিক চিকিৎসা হলো, ব্যথার ওষুধ। যেমন- ঞধন ঢবহড়ষব ৫০০/২০ ভরাপেটে ১টি করে দুইবার। ঞধন ঝঁৎমবষ ২০ ১টি করে দুইবার এবং ঞধন গুড়ষধী-১টি করে দুইবার। তাছাড়া রোগীকে সার্ভিকেল কলার ব্যবহার করতে বলা হয় এবং চযুংরড়ঃযবৎধঢ়ু এর ধফারপব করা হয়। ২ মাস ওষুধ, চযুংরড়ঃযবৎধঢ়ু এবং সার্ভিকেল কলার ব্যবহারে ভাল না হলে এবং গজও তে ফরভরহরঃরাব ভাবে নার্ভ এবং সার্ভিকেল কর্ডে চাপ থাকলে নিউরো সার্জনের মাধ্যমে ঘাড়ে অহঃবৎরড়ৎ ফবপড়সঢ়ৎবংংরড়হ, ভঁংরড়হ ধহফ ভরীধঃরড়হ নামে অপারেশন করলে বেশিরভাগ ক্ষেত্রে রোগী ভাল হয়। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অনেক সরকারী হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালে এই অপারেশন সফলভাবে করা হয়ে থাকে। লেখক : সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মোবাইল : ০১৭১১৩৫৪১২০, ০১৭০৪২৫৯১৯৪।
×