ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নকল পণ্য বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:১৬, ১০ জুন ২০১৭

রাজধানীতে নকল পণ্য বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত নকল প্রসাধন সামগ্রী, অপরিশোধিত পানি ও নকল সেমাই উৎপাদন এবং বিক্রির দায়ে সাতটি প্রতিষ্ঠানকে প্রায় ৯ লাখ টাকা জরিমানা করেছে। শুক্রবার ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাছলিমা আক্তারের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় রমনা থানাধীন শান্তিনগরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইমেজিং ডিসকাউন্ট নামের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বাদশা আলমকে ৬০ হাজার টাকা এবং মাদার্স কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রাজধানীর তেজগাঁও এলাকার ম্যাকস ট্রেড ইন্টারন্যাশনালকে অপরিশোধিত খাবার পানি বিক্রির দায়ে তিন লাখ টাকা জরিমানা করেন। একই এলাকায় আবুল বাশার ড্রিঙ্কিং ওয়াটার নামের প্রতিষ্ঠানের তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেন ম্যাজিস্ট্রেট। মহাখালীতে ক্রীম সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া রাজধানীতে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা হক ফুড এ্যান্ড বেকারীকে মানহীন বিস্কুট তৈরি ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। কদমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির অপরাধে আমিন ফুড প্রসেসিংয়ের মালিক মনিরুজ্জামান খান আজাদ (৩০) ও মিনারুল ইসলামকে (৪০) দুই লাখ টাকা এবং বন্যা ফুড প্রোডাক্টসের মালিক মোঃ ইয়াকুবকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করেন ডিবির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
×